বিনোদন

বড়দিনে মল্লিক বাড়িতে দ্বিগুণ আনন্দ! ছোট্ট কাব্যের প্রথম ক্রিসমাসে সান্তা সাজলেন কোয়েল

ভিডিওতে দেখা গিয়েছে, লাল রঙের গাউন, চোখে লাল চশমা আর মাথায় সান্তা টুপি পরে একেবারে উৎসবের মেজাজে রয়েছেন অভিনেত্রী।

Truth of Bengal: উৎসবের আমেজ বরাবরই মল্লিক পরিবারে একটু অন্যরকম। দুর্গাপুজো হোক বা বড়দিন, কোয়েল মল্লিক বরাবরই পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ভালোবাসেন। তবে এবারের বড়দিন অভিনেত্রীর কাছে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ছিল তাঁর ছোট মেয়ে কাব্যের জীবনের প্রথম ক্রিসমাস। গত বছর বড়দিনের ঠিক আগেই কন্যাসন্তানের মা হয়েছিলেন কোয়েল। তাই গতবারের রেশ কাটিয়ে এবারের উদযাপনকে আরও স্মরণীয় করে তুলতে আয়োজনে কোনও খামতি রাখেননি তিনি।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি বিশেষ ভিডিওর মাধ্যমে বড়দিন উদযাপনের মুহূর্ত অনুরাগীদের সামনে তুলে ধরেন কোয়েল। ভিডিওতে দেখা গিয়েছে, লাল রঙের গাউন, চোখে লাল চশমা আর মাথায় সান্তা টুপি পরে একেবারে উৎসবের মেজাজে রয়েছেন অভিনেত্রী। তাঁর ছয় বছরের ছেলে কবীরও মায়ের সঙ্গে মিলিয়ে লাল টি-শার্ট, ট্রাউজার্স এবং সান্তা টুপি পরে খোশমেজাজে ধরা দিয়েছে। কোয়েলের কোলে থাকা ছোট্ট কাব্যকেও দেখা গিয়েছে লাল পোশাকে। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক হলুদ পাঞ্জাবি এবং সান্তা টুপি পরে নাতি-নাতনিদের সঙ্গে উৎসবে মেতেছিলেন। সঙ্গে ছিলেন দীপা মল্লিকও।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েলের শেয়ার করা ভিডিওটিতে এ বছরের পাশাপাশি গত কয়েক বছরের বড়দিন উদযাপনের কোলাজও ফুটে উঠেছে। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান কবীরের জন্ম হয়। মা হওয়ার পর থেকেই কোয়েল তাঁর পেশাদার জীবনের চেয়ে মাতৃত্ব এবং পরিবারকে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। ভিডিওতে কবীরের বন্ধুদেরও দেখা গিয়েছে, যারা ছোটদের সঙ্গে মিলে বড়দিনের আনন্দকে দ্বিগুণ করে তুলেছিল।

টলিউডে বিয়ের পর নায়িকাদের কেরিয়ার গ্রাফ নিয়ে নানা জল্পনা থাকলেও কোয়েল মল্লিক প্রমাণ করেছেন সংসার এবং অভিনয় সমানতালে সামলানো সম্ভব। বর্তমানে তাঁর পরবর্তী ছবি মিতিনমাসি মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে অভিনেত্রী বরাবরই মনে করেন যে, কাজের সুযোগ ভবিষ্যতে অনেক আসবে, কিন্তু সন্তানদের বেড়ে ওঠার এই মূল্যবান সময় আর ফিরে পাওয়া যাবে না। সেই কারণেই আপাতত দুই সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটানোকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি।