বিছানায় শুয়ে কিং কোবরা রেকর্ড করে চারিদিকে সাড়া ফেলেছেন এই যুবক!
This young man has gone viral by recording a King Cobra while lying in bed!

Truth of Bengal: মাত্র কয়েকদিন আগে একটি ভিডিও চারিদিকে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের এক যুবক ভিডিও রেকর্ড করছেন এবং তার পিছনে একটি কিং কোবরা ফনা তুলে তাকিয়ে রয়েছে। ভিডিও ক্লিপটিতে একটি লোককে দেখা যাচ্ছে যে বিছানায় শুয়ে ছিল। এবং একটি বিশাল গোখরা তার দিকে তাকিয়ে আছে।
View this post on Instagram
এই ভিডিওটি চারিদিকে সাড়া ফেলে দেয়। ইন্টারনেটে মানুষ হুহু করে এই ভিডিওটিকে শেয়ার করতে থাকে। ভিডিওটি বলা যেতে পারে একরকম ট্রেন্ডে পরিণত হয়ে যায়। এরপর লোকটি সোশ্যাল মিডিয়াতে আরো একটি ভিডিও শেয়ার করে। সেই ভিডিও ক্লিপটিও চারিদিকে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ‘মিস্টার অ্যাট্রি ব্রাদার্স’ হ্যান্ডেলের দ্বারা। পোস্টটি তিন দিন আগে শেয়ার করা হয় ইনস্টাগ্রামে। ইতিমধ্যেই প্রায় ৩৬০০০০ মানুষ পোস্টটিতে লাইক করেছে। পোস্টটির কমেন্ট সেকশনে বিভিন্ন মন্তব্যের ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, ক্যামেরাম্যান কখনো মরে না সেটি আবার প্রমাণিত হলো। আবার কেউ কেউ ভিডিওটি দেখে খুবই আনন্দ পেয়েছেন। কিং কোবরা ভারতের সর্বত্র দেখতে পাওয়া যায় না। কেরালা কর্ণাটক গোয়ার মতো রাজ্যগুলিতে সাপ দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রে এইসব দেখতে পাওয়া যায় না। তাই কিং কোবরা উত্তরাখণ্ডে কিভাবে পৌঁছালো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা। ভিডিওর অবস্থানস্থল সম্পর্কে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।