রাজ্যের খবর

মুর্শিদাবাদের সমবায় ভোট ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র দৌলতাবাদ

Murshidabad cooperative elections: Clashes erupt, police lathicharges, Daulatabad becomes battlefield

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত মহারাজপুরে রবিবার সকালে এক রণক্ষেত্রের চেহারা নেয় সমবায় সমিতির ভোট। স্থানীয় এস কে ইউ এস লিমিটেড কৃষি উন্নয়ন সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

বেশ কিছু দিন ধরে এই ভোট নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছিল। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট গ্রহণ হয় এদিন। তবে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ভোট শুরুর আগেই প্রার্থীদের মধ্যে বচসা শুরু হয় এবং দ্রুত তা হাতাহাতি ও চেয়ার ভাঙচুরে রূপ নেয়।

মূলত তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুই দলের প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। পুলিশের হস্তক্ষেপে আপাতত উত্তেজনা কিছুটা কমলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলছে এবং সব বুথেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “নির্বাচন যে এইভাবে সংঘর্ষের রূপ নেবে, তা ভাবতে পারিনি। প্রশাসনের উচিত ছিল আরও আগে থেকে কড়া নজরদারি রাখা।”

জেলা নির্বাচন দফতর থেকে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার জেরে সমবায় নির্বাচনকে ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Related Articles