দল ও পরিবার থেকে বহিস্কার লালুপুত্র, সিদ্ধান্ত লালুপ্রসাদ যাদবের
Lalu Prasad Yadav's decision to expel Lalu's son from party and family

Truth Of Bengal: নিজের বড় ছেলেকে দল থেকে বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তবে শুধুমাত্র দল থেকেই নয়, পরিবার থেকেও বিতাড়িত করা হয় তাঁকে। তাঁকে তাড়ানো প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন লালু প্রসাদ। পারিবারিক মূল্যবোধ ক্ষুন্ন ও দায়িত্বজ্যানহীন আচরণের অভিযোগ তুলেই তেজপ্রতাপকে পরিবার ও দল থেকে বহিষ্কার করেন লালু প্রসাদ যাদব। আরজেডি প্রধান জানান, আগামী ছয় বছর তাঁর বড় ছেলে তেজপ্রতাপের সঙ্গে কোনও সম্পর্কই থাকবে না তাঁর।
লালু দাবি করেছেন, সামাজিক ন্যায় বিচারের জন্য আরজেডির সংগ্রাম জারি রয়েছে। তবে সেই সংগ্রামই দুর্বল হয়ে পড়তে পারত যদি ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধকে উপেক্ষা করা হতো। এরপরই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজপ্রতাপকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। লালু প্রসাদ যাদব তার লেখায় আরও উল্লেখ করেন, “নিজের ব্যক্তিগত জীবনে ভালো মন্ডের পার্থক্য করতে জানে তেজপ্রতাপ। যার সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে, তা নিজস্ব বিবেচনার ভিত্তিতে করুক।” শনিবার ফেসবুকে তেজপ্রতাপ এক মহিলার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন।
ছবিতে যে মহিলাকে দেখতে পাওয়া যায়, তাঁর নাম জানা যায় অনুষ্কা যাদব। লালুপুত্রের দাবি, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে আনুষ্কার সঙ্গে প্রেমের সম্পর্ক আবদ্ধ রয়েছেন তিনি। বর্তমানে দীর্ঘদিনের দিনের সেই সম্পর্কই এবার তিনি প্রকাশ্যে আনলেন। ওই পোস্টটি সামনে আসার পরই বিহারের রাজনীতি জুড়ে শুরু হয় তোলপাড়। তবে এই বিষয় প্রসঙ্গে লালু পুত্রের দাবি, হ্যাক হয়েছে তাঁর ফেসবুক। এডিট করে তার ছবি পোস্ট করা হয়েছেসেইসঙ্গে গুজবে কান না দেওয়ার কথাও বলেছেন তিনি। তবে এই ঘটনার পর দিনই তেজপ্রতাপকে দল ও পরিবার থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান লালু প্রসাদ যাদব।