শেষে থাকা চেন্নাইয়ের কাছে হার শীর্ষে থাকা গুজরাটের
Top-placed Gujarat lose to bottom-placed Chennai

Truth Of Bengal: রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল-র ম্যাচে গুজরাটের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলের শেষে থাকা চেন্নাইয়ের কাছে এই ম্যাচ ছিল নেহাতই নিয়মরক্ষার। অপর দিকে শীর্ষে থাকা গুজরাট ইতিমধ্যে প্লে-অফে জায়গা পাকা করে ফেললেও শীর্ষস্থান ধরে রাখার জন্য জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শুভমন গিলের দলের সামনে। কিন্তু তা আর হল না সদ্য ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া শুভমনের সামনে। চেন্নাইয়ের কাছে ৮৩ রানে পরাজিত হল গুজরাট টাইটান্স।
শুভমনদের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই দলের অভিজ্ঞ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টস জিতে মাহী তাঁর এমন সিদ্ধান্ত গ্রহণের কারণ হিসেবে বলেন, ‘যেহেতু এই ম্যাচে জেতা-হারা কোনওকিছুতেই তাদের কোনো লাভ হবে না, তাই গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা তাঁরা উপভোগ করতে চান।’
ধোনির এই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল না, তা প্রমাণ হয়ে গেল। বিশেষজ্ঞরা বলছেন, ‘পুরনো চাল ভাতে বাড়ে।’ যাই হোক ব্যাট করতে নেমে চেন্নাইয়ের দুই ব্যাটার ডেভন কনওয়ে ও আয়ুশ মাথরের ব্যাটিংয়ের সামনে গুজরাট বোলারদের কোনও অস্ত্রই কাজে লাগছিল না। আয়ুশ ১৭ বলে ৩৪ রান করে মহম্মদ সিরাজের বলে প্রসিদ্ধা কৃষ্ণার হাতে ধরা পড়ে সাজঘরে ফিরতে ক্রিজে আসেন উর্বিল।
কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে এরপর টেনে নিয়ে যেতে চেষ্টা করেন উর্বিল। কনওয়ে ৩৫ বলে করেন ৫২ রান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও দুটি ছয়। কনওয়ের পাশাপাশি উর্বিলও করলেন ১৯ বলে ৩৭ রান। এরপর চেন্নাইয়ের হয়ে অর্ধ্বশত রান পূর্ণ করেন ব্রেভিস। ২৩ বলে ৫৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারি। এরপর নির্ধারিত ২০ ওভারে চেন্নাইয়ের সংগ্রহ করে ৫ উইকেটের বিনিময়ে ২৩০ রান।
জবাবে ব্যাট করতে নেমে গুজরাট শুরুটা মন্দ করেনি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি গুজরাটের সামনে। সদ্য ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া শুভমনকে এদিন ১৩ রানেই থামিয়ে দিলেন আনশূল খম্বোজ। সাই সুর্দশন ৪১ রান করলেও এদিন ব্যর্থ হলেন ইংল্যান্ড ক্রিকেটার বাটলার। এরপর শূন্য রানে খম্বোজের বলে আয়ুশের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরলেন রাদারফোর্ড-ও।
স্কোরবোর্ডে ১০০ রান ওঠার আগেই মূল্যবান চারটি উইকেট হারিয়ে তখন ধুঁকতে শুরু করেছে শুভমনের দল। এরপর গুজরাটের বাকি ব্যাটাররা আর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারলেন চেন্নাই বোলারদের সামনে। বাকি ব্যাটারদের মধ্যে আর্শাদ খানই করলেন সর্বোচ্চ ২০ রান। শেষ অবধি ১৮.০৩ ওভারে ১৪৭ রানেই বাণ্ডিল হয়ে গেল গুজরাট। চেন্নাইয়ের হয়ে বল হাতে ৩টি করে উইকেট দখল করলেন অনশূল ও নূর আহমেদ।