খেলা

অতীতের ভুল শুধরেই হংকং ম্যাচে মাঠে নামবে ভারত : সুনীল ছেত্রী

India will enter the Hong Kong match after correcting past mistakes: Sunil Chhetri

Truth Of Bengal: এএফসি এশিয়ান কাপের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। আগামী ৪ জুন এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মানালোর দল তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ১০ জুন। সেই ম্যাচে সুনীল-শুভাশিষদের খেলতে হবে হংকংয়ের বিরুদ্ধে।

চিত্র: সংগৃহীত

এএফসির এশিয়ান কাপের এই ম্যাচগুলি খেলার আগে ফুটবলারদের নিয়ে এখন রাজারহাটে জোরকদমে অনুশীলন সারছেন কোচ মানালো মার্কুওয়েজ। পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচগুলি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির আগে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী জানান, ‘আমাদের সকলকে মনে রাখতে হবে প্রতিটি এশিয়ান কাপের মূল পর্বে খেলা বাধ্যতামূলক। তবে তা বলে আমি কখনই চাই না আমার দলীয় সতীর্থদের ওপর চাপ সৃষ্টি করতে। আমাদের মূল লক্ষ্যই হল ম্যাচ বাই ম্যাচ ধরে পরিকল্পনা তৈরি করা।’

চিত্র: সংগৃহীত

এরপর ভারত অধিনায়ক উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ‘হংকং ম্যাচ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এশিয়ার শক্তিশালী দেশগুলির বিপক্ষে ম্যাচ খেলে তাদের বুঝিয়ে দিতে হবে আমরাও যথেষ্ট উন্নতি করেছি।

উল্লেখ্য, হংকং-র বিপক্ষে মাঠে নামার আগে ভারত নিজেদের দেশের মাটিতে মুখোমুখি হয়েছিল প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচ গোলশূন্যভাবেই শেষ করেছিল দুই দেশ। সেই ম্যাচের সম্বন্ধে বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ম্যাচ ওইভাবে শেষ করার পর আমাদের সকলের মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমরা সকলেই বুঝেছিলাম, শুধু নিজেদেরকে নয়, গেটা দেশকে আমরা হতাশ করেছি। ম্যাচের রিপ্লে দেখার পর সকলে বুঝতে পেরেছিলাম আমরা অনেক কিছুই করতে পারতাম। আমরা যদি হামজাদের হারাতে পারতাম, তাহলে এই মুহূর্তে আমাদের সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার। কিন্তু পারিনি। যাই হোক এখন আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে ওই ম্যাচের ভুলগুলি যাতে কোনওভাবেই আর আগামী ম্যাচে না হয়।’

হংকং ম্যাচের আগে দলের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে সুনীল বলেন, ‘আমাদের কোচ শিবিরের প্রথম পাঁচদিন শারীরিক কসরতের ওপরই বেশি জোর দিয়েছিলেন। কেননা প্রথমদিকে সকলের মধ্যে বোঝাপড়া তৈরি করা অত্যন্ত কঠিন কাজ ছিল। কোচ যেভাবে চাইছেন, আমরা সেইভাবেই নিজেদের প্রস্তুত করছি। দলে সতীর্থদের উৎসাহ ও আগ্রহ দেখে ভাল লাগছে।’

এরপর প্রতিপক্ষ দল সম্বন্ধে বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা হংকংয়ের খেলার কিছু ক্লিপিংস দেখেছি, ভবিষ্যতে আরও কিছু দেখব। আশাকরি সেখান থেকেই ওদের সম্বন্ধে আমাদের ধারনা হবে। সেইমতো আমরা ওদের বিরুদ্ধে আমাদের রণকৌশল ঠিক করব।’