দেশ

যোগীরাজ্যে লাগাতার পথ দুর্ঘটনা, জানুয়ারি থেকে মে পর্যন্ত দুর্ঘটনায় বলি ৭,৭০০

Road accidents continue in Yogi Rajya, 7,700 killed in accidents from January to May

Truth Of Bengal: চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সময়কালে উত্তরপ্রদেশে ১৩,০০০-রও বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭,৭০০ জন। রাজ্যের রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস সেল-এর সাম্প্রতিক একটি সময়ভিত্তিক বিশ্লেষণমূলক রিপোর্টে এই চিত্র উঠে এসেছে। সেই রিপোর্টে জানান হয়েছে, দুপুর (দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা) ও সন্ধ্যা (৬টা থেকে ৯টা) সময়ে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। দুপুরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে—৪,৩৫২টি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২,২৩৮ জনের। সন্ধ্যা বেলায় ৩,২৫৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,৯৪৫ জন। সকাল ৬টা থেকে ১২টার মধ্যে ২,৬২৯টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১,৪৪৭ জনের—যার পেছনে রয়েছে স্কুল এবং অফিস টাইম ট্র্যাফিক। এর প্রধান কারণ হিসেবে রাস্তায় যানবাহনের চাপের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে উত্তর প্রদেশে মোট ৪৬,০৫২টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৪,১১৮ জনের এবং আহত হয়েছিলেন ৩৪,৬৬৫ জন। তার আগের বছর ২০২৩-এ দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৪,৫৩৪, মৃত্যু ২৩,৬৫২ এবং আহতের সংখ্যা ৩১,০৯৮। এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা কমাতে উত্তরপ্রদেশের সরকারের তরফে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। প্রথমত, উচ্চঝুঁকিপূর্ণ সময়কালে পুলিশের নজরদারি এবং স্পিড মনিটরিং জোরদার করা।

দ্বিতীয়ত, রাস্তায় আরও সিসিটিভি বসানো। তৃতীয়ত, অ্যাম্বুলেন্স পরিষেবায় জিপিএস এবং ট্রাফিক ক্লিয়ারেন্স প্রটোকল চালু করা। চতুর্থত, রাতের সময় চালকদের জন্য বিশ্রাম কেন্দ্র, হেল্পলাইন, চেকপোস্ট ইত্যাদি চালু রাখা। বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছেন। তবুও সড়ক দুর্ঘটনা কিছুতেই রাশ টানা যাচ্ছে না উত্তরপ্রদেশে। কেন বারবার ঘটছে দুর্ঘটনা তা নিয়ে প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

 

Related Articles