এবার ইউক্রেনের উপর সবথেকে বড় আকাশপথে হামলা চালাল রাশিয়া
Russia launches largest airstrike on Ukraine

Truth Of Bengal: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে এবার ইউক্রেনের উপর সবথেকে বড় আকাশপথে হামলা চালাল রাশিয়া। একযোগে ২৯৮ টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩ জন শিশু রয়েছে। আহতের সংখ্যাও অনেক। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার টানা হামলায় ইউক্রেনের কিভ, খারকিভ, মাইকোলাইভ, টার্নোপিল ও খমলিৎস্কির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বায়ুসেনা ২৬৬টি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে সক্ষম হলেও, বিশাল ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি। বড় বড় আবাসিক অ্যাপার্টমেন্ট ও পরিকাঠামো ভেঙে পড়েছে। শুধু কিভ শহরেই ১১ জন আহত হয়েছেন। খমলিৎস্কিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন।
শুক্রবারও রাশিয়া কিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। তার ঠিক পরদিনই আরও বড় এই হামলা চালাল মস্কো। এই পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমেরিকার ও বিশ্বের নীরবতা পুতিনকে আরও উৎসাহিত করছে। রাশিয়ার এই হামলার জন্য নিষেধাজ্ঞা জরুরি।’ সেইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক আরও বলেন, ‘যতদিন রাশিয়ার অস্ত্র উৎপাদনের ক্ষমতা থাকবে, ততদিনই যুদ্ধ চলবে। চাপ না দিলে কিছুই বদলাবে না।’ অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তারা মাত্র চার ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে, যার মধ্যে ১২টি মস্কোর আশেপাশেই দেখা গিয়েছিল।তবে এই নিয়ে ইউক্রেনের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেলেও এখনো যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং আকাশপথে এই নতুন মাত্রার হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।