মেলবোর্নে শপিং মলে ছুরি হাতে একদল ব্যক্তি! আহত একাধিক
Several injured after knife attack at Melbourne shopping mall

Truth Of Bengal: হঠাৎ করেই ছুরি হাতে একদল ব্যক্তি ঢুকে পড়ে শপিং মলের ভিতরে। শুরু হয় মারামারি। একলহমায় রণক্ষেত্রের চেহারা নেয় শপিং মল। এমনই ঘটনা করেছে মেলবোর্নের প্রেস্টন এলাকার নর্থল্যান্ড শপিং মলে। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে ঘটে যায় এই বীভৎস ঘটনা। ছুরিকাঘাতের ঘটনায় একাধিক ব্যক্তিকে আঘাত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ঘটনার পরই শপিং মলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশের তদন্ত চলছে, তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আহতের সংখ্যা বা অভিযুক্তদের পরিচয় নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই পুরো ঘটনার সময় শপিং মলে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। আতঙ্কে হুড়োহুড়ি করে বেরিয়ে আসেন অনেকে। কেউ কেউ দোকানের ভিতরে লুকিয়ে পড়েন। এই ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘ চোখের সামনে দেখেছি এই পুরো ঘটনা। ছুরি হাতে লোকজন মারামারি করছে। আমি ভিতরে লুকিয়ে পড়েছিলাম।‘
আরো এক ব্যবহারকারী জানিয়েছেন, ‘তাঁর স্ত্রী ওই শপিং মলে কর্মরত। এই ঘটনার পর চারপাশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রচণ্ড চিৎকার-চেঁচামেচি শুরু হতে থাকে। কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে।’ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে নিরাপদে বাইরে নিয়ে আসে। ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেগুলোর সত্যতা এখনও যাচাই হয়নি। সপ্তাহের ছুটির দিনে এমন ভয়াবহ ঘটনার জেরে শপিং মলে আসা সাধারণ মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সকলেই ভয়ে ছোটাছুটি শুরু করে দেয়। পুলিশ এই পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে কেন এবং কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।