ইংল্যান্ড সিরিজে শ্রেয়সের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন বীরু
Veeru questions Shreyas' omission from England series

Truth Of Bengal: শনিবার আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফি, ঘরোয়া টুর্নামেন্টে এবং চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে থাকা শ্রেয়স আইয়ার ইংল্যান্ড সিরিজে দলে স্থান পাননি। কি কারণে শ্রেয়সকে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়া হল তাই নিয়েই নির্বাচকদের কাছে প্রশ্ন তুলেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিরেন্দ্র সেওয়াগ।
একটি সর্বপ্রচারিত ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বীরু জানান, ‘চলতি মরসুমে শ্রেয়স একটা দুরন্ত মরসুম কাটাচ্ছে। পাশাপাশি সে একটা দলের অধিনায়কও বটে। এবং আমি মনে করি শ্রেয়স অবশ্যই এখন তিন ফরম্যাটের ক্রিকেট খেলতেই সমান দক্ষ। কিন্তু তা সত্ত্বেও নির্বাচকরা যেভাবে ওকে বাদ দিয়েছেন, তা মেনে নেওয়া যায় না।’
এর পাশাপাশি শ্রেয়সকে দলে পেলে ইংল্যান্ড সিরিজে ভারতের কী লাভ হত, তা ব্যাখ্যা করে বীরু জানান, ‘শ্রেয়সের মধ্যে খুব দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। যেটা ইংল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে খুব দরকার। ওভার প্রতি ৬-৭ রান করা শ্রেয়সের কাছে এখন কোনও ফ্যাক্টর নয়। এবং এই ধরনের ব্যাটারদের পারফরম্যান্স বেন স্টোকসদের ওপর স্বাভাবিকভাবেই চাপ সৃষ্টি করতে পারত।’
পঞ্জাব অধিনায়কের প্রসঙ্গে বীরুর আরও সংযোজন, ‘আমি মনে করি যদি কেউ ভাল ফর্মে থাকেন, তাহলে তাঁকে যে কোনও সফরে দলে সুযোগ দেওয়া উচিত। কেননা তাঁর পারফরম্যান্সটা দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেয়সও এই ক্ষেত্রে ব্যতিক্রম নন। আমি শ্রেয়সকে জাতীয় দলের জার্সিতে টেস্ট ম্যাচ খেলতে দেখতে চাই। আর সীমিত ওভারের মত টেস্ট ম্যাচেও শ্রেয়স যদি এইরকম পারফরম্যান্স করতে পারেন, তাহলে আখেরে কিন্তু লাভবান হবে ভারতীয় দলই। এবং দলে এইরকম ২-৩ জন ক্রিকেটার থাকা মানেই প্রতিপক্ষ দল সবসময় চাপে থাকবে।’