মথুরা-বৃন্দাবন দর্শনের পর এবার অযোধ্যা ভ্রমণে বিরুষ্কা
After visiting Mathura and Vrindavan, Virushka now travels to Ayodhya

Truth Of Bengal: গত কয়েকদিন সপরিবারে মথুরা-বৃন্দাবনে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে গিয়ে পারিবারিক ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কোহলি ও অনুষ্কা। এবার রবিবার তাঁরা গেলেন অযোধ্যা ভ্রমণে। সেখানে গিয়ে তাঁরা রাম মন্দির দর্শনের পাশাপাশি হনুমান গডি়ও যান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, অযোধ্যায় গিয়ে বিরুষ্কা সাক্ষাৎ করেন মহন্ত জ্ঞান দাসের উত্তরসূরী সংকট মোচন সেনার জাতীয় সভাপতি সঞ্জয় দত্তের সঙ্গে। এবং সেখানে বিরাট-অনুষ্কার পুজোর যাবতীয় কাজ পরিচালনা করেন প্রধান পুরোহিত হেমন্ত দাশ।
উল্লেখ্য গত ২৩ মে লখনউেয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল-র ম্যাচ ছিল রাজস্থানের। সেই ম্যাচের পরই বিরাট ও তাঁর পত্নী অনুষ্কা শর্মা এই তীর্থস্থান দর্শনে যান। তাঁদের এই তীর্থস্থান ভ্রমণ নিয়ে নেটিজেনরা মনে করছেন, যেহেতু চলতি আইপিএল- বিরাটের দল আরসিবি দুরন্ত ছন্দে রয়েছে, এমনকি প্লেঅফেও জায়গা পাকা করে নিয়েছে, এখন একটাই লক্ষ্য অধরা আইপিএল ট্রফি জয়। তাই দলের সাফল্য প্রার্থনা করেি হনুমান গড়ি ও রাম মন্দির দর্শনে গিয়েছিলেন বিরুষ্কা।