দেশ

“অপারেশন সিঁদুর” সাহস, সংকল্প ও দেশপ্রেমের প্রতীক

"Operation Sindoor" is a symbol of courage, determination and patriotism

Truth Of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে জাতির উদ্দেশ্যে ভাষণে ‘অপারেশন সিঁদুর’-এর বীরত্বময় সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল সংকল্পের প্রতিফলন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী সীমান্তের ওপারে সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করেছে।

প্রধানমন্ত্রী জানান, এই সাহসিক অভিযানে ভারতীয় বাহিনী ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার করে সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, “এই সাফল্যের পর দেশজুড়ে দেশপ্রেমের এক নতুন ঢেউ উঠেছে। কেউ বাচ্চাদের জন্য শুধুই ভারতীয় খেলনা কেনার প্রতিজ্ঞা করেছেন, কেউ পরবর্তী ছুটি কাটাবেন ভারতের কোনও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে। এমনকি, অনেক শিশুদের নাম রাখা হয়েছে ‘সিঁদুর’।”

মোদী আরও বলেন, অপারেশন সিঁদুর প্রতিটি ভারতীয়ের হৃদয়ে সাহস, গর্ব ও দেশপ্রেমের আলো জ্বেলে দিয়েছে। এ অভিযানের মাধ্যমে গোটা জাতি এক নতুন উদ্যমে ভরে উঠেছে, আর তা ভারতের জাতীয় পতাকার রঙে যেন রাঙিয়ে দিয়েছে দেশের প্রতিটি কোণ।

Related Articles