“যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যুদ্ধ ছড়াচ্ছে অস্ত্র শিল্প টিকিয়ে রাখতে”— খাজা আসিফের মন্তব্যে বিতর্কের ঝড়
"The US is waging war around the world to sustain the arms industry" - Khawaja Asif's comment sparks controversy

Truth Of Bengal: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটি ভাইরাল ভিডিওতে করা মন্তব্য ঘিরে সমাজ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওতে আসিফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, “গত ১০০ বছর ধরে আমেরিকানরা যুদ্ধ সৃষ্টি করে আসছে। তারা ২৬০টিরও বেশি যুদ্ধ চালিয়েছে, অথচ চীন মাত্র তিনটিতে জড়িয়েছে। আফগানিস্তান, সিরিয়া, মিশর, লিবিয়া — এই দেশগুলো এক সময় সমৃদ্ধ ছিল, এখন ধ্বংসস্তূপ।”
তিনি যুক্তরাষ্ট্রের সামরিক-শিল্প জটিলতার প্রসঙ্গ তুলে বলেন, এই শিল্পখাত দেশটির জিডিপির একটি বড় অংশ এবং যুদ্ধ সৃষ্টির পেছনে এটি একটি প্রধান চালিকা শক্তি। “এটি একটি প্রতিষ্ঠিত শিল্প, যা উভয় পক্ষকে সংঘাতে ব্যবহার করে বিশ্বব্যাপী অস্থিরতা টিকিয়ে রাখে,” বলেন আসিফ।
🚨HUGE: Pakistan Defence Minister Khawaja Asif says that US fuels war between two countries to sell weapon & make money.
Doland @realDonaldTrump ye sahi bol raha hai? pic.twitter.com/9HaTJKfnIl
— BALA (@erbmjha) May 24, 2025
তবে তার এই মন্তব্য সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে পাকিস্তানের নিজস্ব সন্ত্রাসবাদের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে। একাধিক নেটিজেন মন্তব্য করেছেন, “যখন দরকার ছিল, তখন তো আমেরিকার কাছেই ছুটে গিয়েছিল পাকিস্তান। এখন দোষারোপ শুরু।” আরও একজন লিখেছেন, “যদিও লোকটা জ্ঞানহীন কথা বলছে, তবুও মূল বক্তব্যে সত্যতা আছে।”
অনেকেই খাজা আসিফকে তুলোধোনা করেছেন, আবার কেউ কেউ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক ভূমিকার সমালোচনার ইঙ্গিতও দেখেছেন। তবুও, মন্তব্যটি পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির দ্বৈততা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।