খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন রাহুল কেপি

Rahul KP gets a chance to play in the English Premier League

Truth Of Bengal: ভারতীয় ফুটবলে তরুণ প্রতিভাবান ফুটবলারদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নাম হল রাহুল কেপি। বর্তমানে ওড়িশা এফসির এই ফুটবলার গত আইএসএল-এ যথেষ্ট নজর কেড়েছেন। আইএসএল-এ তাঁর নামের পাশে রয়েছে ১০টি গোল। এবার সেই রাহুল কেপিকেই খেলতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের জার্সিতে।

ভারতীয় উইঙ্গারের তাদের সঙ্গে যুক্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানিয়ে দিয়েছে ওয়েস্টহ্যাম। আগামী জুন মাসে মার্কিন মুলুকে বসবে দ্য সকার প্রীতি টুর্নামেন্ট। সেভেন সাইড সেই টুর্নামেন্টেই ওয়েস্টহ্যামের জার্সিতে খেলবেন রাহুল।

কেরলের ত্রিচুর থেকে উঠে আসা এই ফুটবলারটির ভারতীয় ফুটবলে উত্থান হয়েছিল ইন্ডিয়ান অ্যারোজের জার্সি গায়ে। তারপর থেকে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আইএসএল-র মঞ্চেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি। রাহুলের জাতীয় দলে অভিষেক হয় ২০২২ সালে। ব্লু টাইগার্সদের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে।

এদিকে রাহুলের ওয়েস্টহ্যামে যোগদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই খুশির হাওয়া নেমে আসে ভারতীয় ফুটবল মহলে। উল্লেখ্য, এর আগে ভারতীয় ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে খেলেছেন বাইচুং ভুটিয়া, সুনলী ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘানরা। এবার সেই তালিকায় যুক্ত হল রাহুলের নাম।