রাজ্যের খবর

বসিরহাটে পুলিশের বড় সাফল্য! জাল নোট কারবারি গ্রেফতার

Big success of police in Basirhat! Fake note dealer arrested

Truth Of Bengal: বসিরহাট, মন্টু সাহাজী: উত্তর ২৪ পরগনার বসিরহাট শহরের বড় জিরাকপুর এলাকায় জাল নোট চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল বসিরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বসিরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে এক সন্দেহভাজন জাল নোট কারবারিকে। ধৃতের নাম সাগর দাস, যিনি বড় জিরাকপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাগর দাস দীর্ঘদিন ধরেই এলাকায় গোপনে জাল নোটের কারবার চালাচ্ছিল। স্থানীয় সূত্রে এবং গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি চালিয়ে তাকে পাকড়াও করে। তার কাছ থেকে মোট ১৫টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, যার মোট মূল্য ৭৫০০ টাকা।

তবে শুধু জাল নোট নয়, ধৃত সাগর দাসের বিরুদ্ধে একাধিক চুরি এবং ছিনতাইয়ের অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই যুবক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জাল নোট পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আজ ধৃত সাগর দাসকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। আদালত তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। বসিরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, জাল নোট চক্রের মূল সূত্র উদঘাটনে তদন্ত জারি থাকবে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের সঠিক পদক্ষেপে বহুদিনের আতঙ্কের অবসান ঘটলো বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।

 

Related Articles