ফের করোনার বাড়বাড়ন্ত দেশজুড়ে, কেরল, দিল্লিতে জারি নিষেধাজ্ঞা
Corona cases increase again across the country, restrictions imposed in Kerala, Delhi

Truth Of Bengal: দেশজুড়ে ফের বাড়বাড়ন্ত শুরু করছে করোনা। অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ ভারতের কেরল। এখনও পর্যন্ত সে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ২৭৩। কেরলের স্বাস্থ্য মন্ত্রীর তরফ থেকে সামনে আনা হয়েছে এই পরিসংখ্যান। একই সঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা বেছে দিল্লিতেও। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, নতুন করে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩। যার জেরে হাসপাতালগুলিতে দিল্লি স্বাস্থ্য দফতরের তরফ থেকে বেড, অক্সিজেন ও ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়।
বর্তমান সময়ে আবহাওয়া পরিবর্তন চলছে দেশজুড়ে। ধীরে ধীরে হচ্ছে বর্ষার প্রবেশ। ঘরে ঘরে জ্বর, সর্দি কাশি। এহেন পরিস্থিতির মাঝেই এবার প্রকোপ বাড়ছে কোভিড ১৯- এর। এই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য কেরলের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দেন।
সূত্রের খবর, কেরলের কোট্টায়ামেই ৮২ জন আক্রান্ত হন কোভিডে। তিরুঅনন্তপুরমে ৭৩ জন। এর্নাকুলামে আক্রান্তের সংখ্যা ৪৯। প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লিতে বাড়তে থাকা করোনার প্রকোপকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই হাসপাতালগুলির সঙ্গে সম্পন্ন হয়েছে বৈঠক। সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের দল। সেই দলেই ৮ জন সদস্যকে রাখা হয়েছে বলে সূত্রের খবর।