রাজ্যের খবর

নকশালবাড়ির কলাবাড়িতে হাতির হানায় মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

Death in elephant attack in Kalabari, Naxalbari, sensational area

Truth Of Bengal: নকশালবাড়ির কলাবাড়ি এলাকায় হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি, যার ফলে গোটা অঞ্চলে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম পোশবাহাদুর ছেত্রী, যিনি মিরজাঙলা এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দুটি বুনো হাতি কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে যাচ্ছিলেন পোশবাহাদুর। হঠাৎই হাতির সামনে পড়ে গিয়ে আক্রমণের শিকার হন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি ও পানিঘাটা ফাঁড়ির পুলিশ এবং পানিঘাটা বনদফতরের কর্মীরা। বনকর্মীরা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। শনিবার মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পানিঘাটা বনদফতরের রেঞ্জার সমীরণ রাজ জানান, মৃতের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সাহায্য প্রদান করা হবে। একই সঙ্গে, এলাকায় বন্যপ্রাণী প্রতিরোধে ফেন্সিং, আলো ও নজরদারির ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বনকর্মীদের টহলদারিও চালু করা হবে বলে তিনি জানান।

এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Articles