
Truth Of Bengal: আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য শনিবার ১৮ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা অবসর নেওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। তবে বুমরাকে দলে রাখা হলেও বাদ পড়লেন মহম্মদ শামি। তাঁর বদলে দলে এলেন পেসার অর্শদীপ সিং। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ না পেলেও এই সিরিজে দলে জায়গা পেয়েছেন হায়দরাবাদী পেসার মহম্মদ সিরাজ। ইংল্যান্ড সিরিজের জন্য বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার অভিমূন্য ঈশ্বরণ ও আকাশদীপ।
আগামী জুন মাসেই ম্যাককালাম বাহিনীর বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জনের জন্য এই টেস্ট ভারতীয় দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া আরও একটি বিষয় হল রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই ভারতকে এবার মাঠে নামতে হবে।
কাজেই রোহিতের পর ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। তালিকায় ছিলেন যশপ্রীত বুমরা থেকে শুরু করে শুভমন গিল, ঋষভ পন্থরা। কিন্তু বুমরা যেহেতু পুরো সিরিজ খেলতে পারবেন না তাই অধিনায়কের দৌড় থেকে ছিটকে যান বুমরা। শেষ পর্যন্ত লড়াই হয় পন্থ বনাম শুভমনের মধ্যে। অবশেষে শুভমনের ওপরই ভরসা রাখলেন বোর্ড কর্তারা।
শুভমন ভারতীয় টেস্ট ক্রিকেটের ৩৭তম অধিনায়ক নির্বাচিত হলেন। এর আগে জাতীয় দলে সুযোগ পেলেও টেস্ট দলে সুযোগ পাননি অর্শদীপ ও সাঁই সুধাশরনের। সেক্ষেত্রে এবারই প্রথম তাঁরা টেস্টের জন্য জাতীয় দলে নির্বাচিত হলেন। বোর্ড সূত্রে খবর, মহম্মদ শামিকে বাদ দেওয়া হয়েছে তাঁর ফিটনেশ সমস্যা থাকার কারণে।
এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নজির গড়লেন শুভমন। মাত্র ২৫ বছর বয়সে শুভমনের হাতে শোভা পাবে অধিনায়কের আর্মব্যান্ড। লাল বলের ক্রিকেটে এটাই প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে অবশ্য জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এবং বর্তমানে আইপিএল-এ গুজরাট দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন শুভমন। এখন দেখার টেস্ট দলের প্রথম অধিনায়ক হিসেবে শুভমনের হাত ধরে ভারতীয় দল কতটা সাফল্য অর্জন করে, তা সময়ই বলবে।
এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজে কোন কোন খেলোয়াড় সুযোগ পেলেন শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাঁই সুধাশরণ, অভিমূন্য ঈশ্বরন, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ওয়াংশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্দ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব।