কলকাতা

নীতি আয়োগ-এর বৈঠকে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee not present at NITI Aayog meeting

জয় চক্রবর্তী: আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। কিন্তু এই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার এই ধরনের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে দেওয়া হয়নি, এমন অভিযোগ করে বৈঠকের মাঝপথেই বেরিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার আর নীতি আয়োগ-এর বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি পশ্চিমবঙ্গের প্রশাসনিক পক্ষ থেকেও কেউ থাকছেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক আগে থেকে নীতি আয়োগের রীতিনীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার নীতি আয়োগ এর বৈঠকে না গিয়ে সেই কথা আবারও মনে করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles