কলকাতা

প্রতিনিধিদল ফিরলে বিশেষ অধিবেশন! কেন্দ্রকে আর্জি মমতার

Mamata urges Centre to hold special session if delegation returns

Truth Of Bengal: বিশ্বমঞ্চে ভারত সন্ত্রাস দমনে কড়া অবস্থানের কথা জানাচ্ছে। সেই সঙ্গে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-এর সাফল্য তুলে ধরা হচ্ছে। একটি দল আছে জাপানে। সেই দলে তৃণমূলের তরফে আছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রতিনিধি দলকে জাপান আশ্বাস দিয়েছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকবে বলে। প্রতিনিধি দলটি ফেরার পর কেন্দ্রের কাছে সংসদে বিশেষ অধিবেশনের আর্জি জানালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন ‘সর্বদলের প্রতিনিধিরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্বে ঘুরে ঘুরে সকলকে সবটা জানাচ্ছেন, তাতে আমি খুশি। আমি বারবারই বলেছি, তৃণমূল কংগ্রেস সবসময় এক্ষেত্রে কেন্দ্রের পাশে থাকবে। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের কাছে সমর্থনযোগ্য। এবার আমি কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি যে সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। আমি মনে করি, সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত।’ জাতীয় পতাকার ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রের কাছে এই আবেদন জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles