শনিতে ‘শনির দশা’! কেমন কাটবে আজকের দিন? কী বলছে আপনার রাশি
Saturn's 'Shanir Dasha'! How will your day be today? What does your zodiac sign say?

Truth Of Bengal: শনিবারের দিনটি নানা চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে শুরু হতে চলেছে। কিছু রাশির জন্য সাবধানতা দরকার, আবার কিছু রাশির জন্য রয়েছে উন্নতির সম্ভাবনা। কী বলছে জ্যোতিষশাস্ত্র, দেখে নিন আজকের রাশিফল।
মেষ: পাওনা আদায় নিয়ে মতবিরোধ হতে পারে। শত্রুর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। ধর্মীয় কাজে অংশগ্রহণ বা দান করার সম্ভাবনা। পারিবারিক বিরোধ দীর্ঘায়িত হতে পারে। সকালবেলায় কিছু ক্ষতির আশঙ্কা। ব্যবসায় উদ্বেগ বাড়বে, তবে বন্ধুরা পাশে থাকবে। হজমের সমস্যা হতে পারে। কর্মচারীর মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সুযোগ। হঠাৎ হঠকারিতায় আঘাত লাগতে পারে।
বৃষ: কীটপতঙ্গ থেকে সাবধান থাকুন। সংসারে খরচ কমানো নিয়ে আলোচনা হবে। শত্রুর কারণে মানসিক অশান্তি। ব্যবসায় বুদ্ধির প্রয়োগ জরুরি। কোনও প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আলোচনা হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মা-বাবার সঙ্গে মতানৈক্য। আইনি খরচ বাড়তে পারে। বাইরে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। আত্মীয়দের সাহায্য নাও পেতে পারেন। অকারণে কথা বাড়ালে দাম্পত্যে সমস্যা। সন্তানের বিষয়ে আলাদা করে ভাবতে হতে পারে।
মিথুন: শরীরে চোট লাগতে পারে। প্রেমে স্থিতি আসবে। চিকিৎসা খাতে খরচ বাড়বে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ। পেটের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। অর্থব্যয়ের কারণে দাম্পত্য কলহ। সিদ্ধান্তে বিভ্রান্তি হতে পারে। পিতার স্বাস্থ্যে চিন্তা। পড়াশোনা নিয়েও মানসিক চাপ। দুর্বলতা কাজে প্রভাব ফেলতে পারে। বন্ধুত্বে বিশ্বাসভঙ্গের আশঙ্কা।
কর্কট: কোনও আশা পূরণ না-ও হতে পারে। দূরের সফরের পরিকল্পনা। সামাজিক কাজ থেকে সম্মান লাভ। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অশান্তি। একাকিত্ব পছন্দ করবেন। জমি-বাড়ি সংক্রান্ত আলোচনার সম্ভাবনা। অফিসে দ্বন্দ্ব বাড়তে পারে, সতর্ক থাকুন। অতিথির কারণে খরচ বাড়বে। কারও প্রতি কঠিন কথা বলায় অনুশোচনা। লিভার সমস্যা হতে পারে। ব্যবসার উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে।
সিংহ: অপ্রয়োজনীয় কথায় পারিবারিক সমস্যা। শরীরে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় উন্নতি ও আয়ের সম্ভাবনা। আত্মীয়ের বাড়ি ভ্রমণ। প্রেমে ধাক্কা খেতে পারেন। খেলাধুলায় সফলতা। খরচ নিয়ে দুশ্চিন্তা। শেয়ার বিনিয়োগে সাবধানতা দরকার। পড়াশোনায় প্রশংসা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলাই ভাল। সন্তানের কারণে খরচ বাড়বে।
কন্যা: প্রেমে দূরত্ব আসতে পারে। বন্ধুদের সহায়তা পাবেন। ব্যবসায় কারও থেকে খারাপ ব্যবহার। সম্পত্তি বা সন্তান নিয়ে অশান্তি। রক্তচাপ বেড়ে যেতে পারে। পূজা-পাঠে খরচ বাড়বে। আর্থিক চাপ অনুভব করবেন। সংসারের জন্য অনেক কিছু করেও সমালোচনার মুখে পড়তে পারেন। মাথাব্যথা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ।
তুলা: আজ পরিবেশ অনুকূল হতে পারে। দাম্পত্য জীবন সুখের। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা। খরচ বাড়বে। বন্ধুদের কারণে বাড়িতে অশান্তি। ভালো কাজে খরচ হবে। কোনো দুঃসংবাদ আসতে পারে। মাথাব্যথার সমস্যা। দুপুরের পর আচরণে রুঢ়তা আসতে পারে। অতিরিক্ত মুনাফার প্রত্যাশা এড়িয়ে চলুন। প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত। বন্ধুর সঙ্গে খরচ বাড়বে। বাড়তি কথা বিবাদের কারণ হতে পারে।
বৃশ্চিক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। ব্যবসায় লাভ হতে পারে। বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া ক্ষতি আনতে পারে। অতিরিক্ত খরচে প্রবীণদের সঙ্গে মতানৈক্য। প্রেমে ধাক্কা খাওয়ার আশঙ্কা। সন্তানের জন্য ব্যয় ও উদ্বেগ। অতিরিক্ত পরিশ্রমে মেজাজ খারাপ হতে পারে। প্রতিবেশীর কাছ থেকে সাহায্যের আহ্বান আসবে। বন্ধুর কারণে কাজে বাধা। সপরিবার ভ্রমণের সম্ভাবনা।
ধনু: জেদের কারণে ক্ষতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। পোষা প্রাণীর সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। সংসারে খরচ বাড়বে। ব্যবসায় সুযোগ কাজে লাগান। চিকিৎসা খাতে খরচ ও উদ্বেগ। শরীর বুঝে কাজ করুন। ঘরোয়া অশান্তিতে পরিবেশ খারাপ হতে পারে। কাজের নতুন সুযোগ আসবে। মাথাব্যথা বাড়তে পারে।
মকর: অভিনয়ের প্রতি আগ্রহ বাড়বে। আয় ভালো হবে। বন্ধুর মাধ্যমে শুভ কাজের সম্ভাবনা। ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণ। চিকিৎসায় খরচ বাড়বে। চাকরির জায়গায় মতবিরোধ। ব্যবসায় চিন্তা কমবে। মানসিক অশান্তি। প্রেম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব। আর্থিক চাপে পড়তে পারেন। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে হিংসার মুখে পড়তে পারেন। বিজ্ঞানচর্চায় উত্তম সময়।
কুম্ভ: কাজ না হওয়ায় হতাশা। নতুন চাকরির জন্য প্রয়াস। আপনার থেকে কারও ক্ষতির সম্ভাবনা। সন্তানের বিষয়ে চাপ। হজমের সমস্যা বাড়তে পারে। পরিশ্রমের ফল মিলবে। ভুল কাজের জন্য অনুশোচনা। আধ্যাত্মিক চিন্তায় মন যাবে। ব্যবসায় মধ্যম ফল। প্রচুর পরিশ্রম করতে হবে। বাইরের লোকজনের কারণে দাম্পত্য কলহ। প্রেমে চাপ বাড়বে।
মীন: রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য শুভ সময়। সারাদিন ব্যস্ততা। অকারণে অশান্তি হতে পারে। প্রিয়জন নিয়ে মানসিক অশান্তি। খরচ নিয়ে দুশ্চিন্তা। বেশি কথা বলায় অফিসে সমস্যা। ব্যবসায় মতানৈক্য হতে পারে। সন্তানের কারণে উদ্বেগ। হজমের সমস্যা বাড়বে। দুপুরের পর ব্যবসা ভালো চলবে, কিন্তু প্রতিযোগিতা তীব্র হবে। চাকরিতে কষ্ট বাড়বে। পড়াশোনার খাতে খরচ বৃদ্ধি পাবে।