নিষাদবাগে ২৪ কেজি গাঁজা সহ দুই যুবক গ্রেফতার
Two youths arrested with 24 kg of marijuana in Nishad Bagh

Truth Of Bengal: বহরমপুর থানার পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার রাতে ডোমকল-বহরমপুর রাজ্য মহাসড়কের নিষাদবাগ এলাকায় গাঁজা পাচারের ছক ভেস্তে যায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ২৪ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে।
ধৃতদের মধ্যে একজন স্বপন বর্মণ (২০), যার বাড়ি কোচবিহার জেলায় এবং অন্যজন রবিউল শেখ (২৬), মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শিলিগুড়ি থেকে মাদক নিয়ে তারা নিষাদবাগে এসেছিল। উদ্দেশ্য ছিল, মাদক অন্য এক সহযোগীর কাছে হস্তান্তর করা। তবে সেই লেনদেনের আগেই পুলিশ তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা মাদক বহনকারী হিসেবে কাজ করছিল। পুলিশ মনে করছে, এই পাচারচক্রের পেছনে আরও কেউ থাকতে পারে এবং তা জানতে তদন্ত চলছে।
ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে তোলা হবে। পুলিশ তাদের ১০ দিনের হেফাজতের আবেদন জানাবে বলে জানা গেছে। এই ঘটনার পর পুলিশ রাজ্য সড়ক এবং সংলগ্ন এলাকায় নজরদারি আরও জোরদার করেছে।