নারকীয় অত্যাচারের শিকার বধূ! গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
Bride, victim of hellish torture, attempts suicide by setting herself on fire

Truth Of Bengal: মণ্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। পুড়িয়ে আত্মহত্যার চেষ্টায় গুরুতরভাবে আহত হয়েছেন ২৫ বছর বয়সী এক গৃহবধূ সোনিয়া বিবি।
জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আকন্দবেড়িয়া গ্রামের বাসিন্দা মোকসের মোল্লার কন্যা সোনিয়ার সঙ্গে মুকুন্দপুরের ট্রাক চালক ইমরান মোল্লার বিয়ে হয় প্রায় আড়াই লক্ষ টাকার সামগ্রী (যেমন গয়না, আসবাবপত্র ইত্যাদি) প্রদান করে। বিয়ের পর থেকেই শুরু হয় শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীর নির্মম শারীরিক ও মানসিক অত্যাচার। তাঁদের একটি কন্যাসন্তান থাকলেও নির্যাতনের মাত্রা কমেনি।
সম্প্রতি সোনিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকেরা অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত অন্যত্র স্থানান্তর করেন।
যদিও প্রাথমিকভাবে পুলিশকে সোনিয়া জানিয়েছেন, তিনি নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন চরম অত্যাচার সহ্য করতে না পেরে। তবে তাঁর পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যার চেষ্টা, এবং তাঁরা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। তাঁরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।