আপাতত আসানসোলে বন্ধ রাখা হলো বেআইনি দোকান উচ্ছেদের কাজ
The demolition of illegal shops in Asansol has been suspended for the time being.

Truth Of Bengal: সরকারি জমি দখল করে বেআইনি ভাবে দোকানদারদের বিরুদ্ধে আসানসোল পৌরনিগম উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হল। বৃহস্পতিবার পৌরনিগম পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য আসানসোল পৌরনিগম হটন রোড এলাকায় রাস্তার দু’ধারে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের দোকান সরিয়ে ফেলার আবেদন জানান মেয়র বিধান উপাধ্যায়। এনিয়ে বুধবার আসানসোল পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি বৃহস্পতিবার দোকানদারদের আবেদনের ভিত্তিতে উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে বলে পৌরনিগম পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে হোটন রোড এলাকায় গিয়ে দেখা যায় দোকানদাররা নিজেরাই দোকান সরিয়ে ফেলতে উদ্যোগী হয়েছে। একদিকে দোকানের আসবাবপত্র থেকে সরঞ্জাম সরিয়ে ফেলছেন দোকানদাররা তবে হোটন রোড এলাকায় রাস্তার দু’ধারে অবৈধভাবে যে সমস্ত দোকানদার রয়েছে তাদের দাবি সরকারি নির্দেশিকা তারা মানবেন সেজন্য তারা দোকান খালি করে দিয়েছেন। তবে তাদেরও পরিবার রয়েছে সরকার রোজগারের জন্য বিকল্প ব্যবস্থা করুক। অপরদিকে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন মুখ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে তবে উচ্ছেদ করার কথা বলেন পৌর নিগম উচ্ছেদের কথা বললেও পুনর্বাসনের কথা কিছু জানায়নি।
অন্য দিখে পৌর নিগম পক্ষ থেকে উচ্ছেদ অভিযানকে সর্মথন জানিয়ে হকারদের পুর্নবাসনের দাবি জানিয়েছে আসানসোল কংগ্রেস। কংগ্রেস নেতা সাহআলম বলেন, শহরকে সাজাতে ও যানজট মুক্ত করতে উচ্ছেদ করা হোক। তবে যারা এখানে দোকান করছেন তাদের পুনর্বাসন দিতে হবে।এ ছাড়া হটনরোডের দোকানদাররা দোকান খুলে নিয়ে দোকন সরিয়ে ফেলছেন।
অন্য অন্যদিকে আসানসোল পৌর নগমের বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি বলেন দোকানদারদের কথা মাথায় রেখেই আজ উচ্ছেদ অভিযান স্থগিত করা হলো।