রাজ্যের খবর

নদিয়ার সীমান্তে বিএসএফের ধূপকাঠি প্রশিক্ষণ, মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে নতুন উদ্যোগ

BSF incense stick training at Nadia border, new initiative aimed at women's self-reliance

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মহিলাদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। সীমান্তবর্তী গ্রাম হুদাপাড়া প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে ধূপকাঠি তৈরি প্রশিক্ষণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চোরা চালান ও অন্য দেশের নাগরিকদের আশ্রয় না দিয়ে স্থানীয় মহিলারা নিজস্ব উপার্জনের সুযোগ পাবে।

প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করেন কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের বিএসএফের ডিআইজি। ধূপকাঠি প্রশিক্ষণ কয়েক মাস ধরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে পরিচালিত হচ্ছে, যেখানে এলাকার মহিলাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সীমান্ত সংলগ্ন এলাকায় রোজগারের অভাব থাকায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহিলারা এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হতে পারবে এবং সীমান্ত অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এটি ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি, চোরাচালানের কার্যক্রম কমাতে এই ধরনের উদ্যোগে সাহায্য করবে বলে আশাবাদী এলাকাবাসী।

বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিক সুজিত কুমারকে এলাকার মহিলারা বিশেষ ধন্যবাদ জানান এই উদ্যোগের জন্য। সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার বুদ্ধিজীবীরা পর্যন্ত সবাই এই পদক্ষেপকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা হবে, যা সীমান্ত এলাকার মানুষের জীবনে উন্নয়ন ও স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলে দেবে

Related Articles