সাঁতার না জেনে বিলে নেমে মৃত্যু, শোকের ছায়া হরিপুরে
Death after falling into a pond without knowing how to swim, shadow of mourning in Haripur

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুরে মর্মান্তিক দুর্ঘটনা। মতুয়া সংঘের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দিনে প্রথা অনুযায়ী কাদা খেলার পর বিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ক্লাস নাইনে পড়ুয়া এক কিশোরের। মৃত ছাত্রের নাম আকাশ দেবনাথ, বয়স আনুমানিক ১৫ বছর। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের মনসাতলা নতুন রাস্তা মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুদিন ধরে হরিপুরে মতুয়া সংঘের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বৃহস্পতিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। সেই উপলক্ষে অন্যান্য কিশোরদের সঙ্গে আকাশও কাদা খেলায় অংশ নেয় এবং তারপর প্রথা মেনে স্নানের জন্য হরিপুর বিলে নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আকাশ আর জলে থেকে উঠতে পারেনি।
পরিবার সূত্রে জানা গেছে, আকাশ সাঁতার জানত না এবং সে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। অনেকের আশঙ্কা, হয়তো ওই রোগ発্র কারণে জলে নেমে অসুস্থ হয়ে পড়ে এবং ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন কিশোরের পরিবারের সদস্যরা। শান্তিপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। স্থানীয়রা এই দুর্ঘটনায় ব্যথিত এবং কিশোরের অকাল মৃত্যুতে গোটা এলাকা স্তব্ধ।