শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস, জারি সুনামি সতর্কতা
Strong earthquake shakes Greece, tsunami warning issued

Truth Of Bengal: গ্রিসে ফের শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.০। ভূমিকম্পের পরই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে।
জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ইলোউন্ডা শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং ৬৯ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৫৯ মিনিটে কেঁপে ওঠে ক্রিটি দ্বীপ। তারপর থেকেই প্রশাসনের তরফে উপকূল ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ভূমিকম্পের কম্পন শুধু গ্রিসেই সীমাবদ্ধ ছিল না। তা অনুভূত হয়েছে তুরস্ক, লেবানন, মিশর এবং ইজরায়েলের বিভিন্ন এলাকায়।
যদিও এখনো পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষতির সঠিক তথ্য প্রকাশ পায়নি, তবে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির।
প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে গ্রিস অন্যতম। প্রতিবছর প্রায় ২৫ হাজার ছোট-বড় ভূমিকম্পে কাঁপে দেশটি। চলতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সাইক্লেডস দ্বীপপুঞ্জে ১৮ হাজারেরও বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে।
মাত্র এক সপ্তাহ আগে কাসোস দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়েছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনা, যা গ্রিসবাসীর মনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।