বিনোদন

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কাজল, তাঁকে দেখতে অনুরাগীদের ভিড়

Kajal performed puja at Dakshineswar temple, fans throng to see her

Truth Of Bengal: দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিলেন কাজল। বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরের মন্দির আসেন কাজল। এদিন হালকা গোলাপি রং-এর শাড়িতে দেখা দিয়েছে কাজলকে। স্বাভাবিকভাবে তাঁকে দেখতে সেখানে ভিড় জমান তাঁর অনুরাগীরা। সেই ভিডিয়ো এখন ক্যামেরা বন্দি।

জানা গিয়েছে, শুটিং করতে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন এই বলি অভিনেত্রী কাজল। তারই ফাঁকে এদিন সকালে মন্দিরে আসেন অভিনেত্রি। কাজলকে এক মুহূর্ত চোখের দেখা দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে। যদিও সংবাদ মাধ্যমের সামনে কেবলমাত্র তার মুখ থেকে “থ্যাংক ইউ” শব্দটি শোনা যায়। এদিন কাজলকে দেখে রীতিমত খুশি হয়েছেন তাঁর ভক্তরা। কেউ বা নিজেদের ফোনের ক্যামেরায় বন্দি করেছেন সেই মুহুর্তের ভিডিয়ো।

Related Articles