রাতের অন্ধকারে টহবাজারে লুট! লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Looting in Toh Bazar in the dark of night! Losses worth lakhs of taka

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার পলাশীপাড়া টহবাজার এবং সংলগ্ন অঞ্চলে পরপর একাধিক দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটি জুয়েলারি দোকান ছাড়াও আরও বেশ কয়েকটি দোকানে ডাকাত দল হানা দেয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী লুটপাট করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে যখন সমস্ত দোকানপাট বন্ধ ছিল, তখনই দুষ্কৃতীরা সুযোগ নিয়ে একের পর এক দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে এবং তাণ্ডব চালায়। তাদের মূল লক্ষ্য ছিল দামি সামগ্রী এবং নগদ অর্থ। জুয়েলারি দোকান থেকে বহু মূল্যবান গয়না ও ধাতব সামগ্রী লোপাট করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দোকান থেকেও নানা ধরনের মূল্যবান পণ্য লুট করে চম্পট দেয় তারা।
শুক্রবার সকালে দোকানের মালিক এবং স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পলাশীপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা এই ডাকাতির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে নজরে রাখা হয়েছে।
এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁরা পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, রাতের পাহারার ব্যবস্থা আরও জোরদার করারও অনুরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা।