রাজ্যের খবর

দারকেশ্বরে জলবৃদ্ধি, বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন

Rising water levels in Darkeshwar disrupt public life in Bankura

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় পরপর কয়েকদিনের কালবৈশাখীর বৃষ্টিতে দারকেশ্বর নদের জলস্তর মারাত্মক হারে বেড়ে যায়। এর ফলে বিশাল জলস্রোতে ভেসে যায় ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের সঙ্গে বিষ্ণুপুরের সরাসরি সংযোগকারী অস্থায়ী রাস্তা — প্রকাশ ঘাট।

মাটি ও বালি দিয়ে নির্মিত এই অস্থায়ী রাস্তাটি ছিল এলাকার মানুষদের নিত্য যাতায়াতের অন্যতম পথ। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষিপণ্যের বাজারজাতকারী কৃষক — প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তায় চলাফেরা করতেন।

গত তিন দিন ধরে বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি নামছে। এর জেরে দারকেশ্বর নদের স্রোতের গতি বেড়ে যায় এবং একপ্রকার হঠাৎ করেই রাস্তার একটি বড় অংশ ভেঙে গিয়ে নদীতে তলিয়ে যায়। ফলে দুইপারের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিস্থিতির চাপে ইন্দাস ও পাত্রসায়েরের বাসিন্দারা বিষ্ণুপুরে পৌঁছাতে এখন বাধ্য হচ্ছেন আট কিলোমিটার দীর্ঘ ঘুরপথ অবলম্বন করতে। আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে কোমর জল পেরিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা পেরিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি, এর আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে সামনের দিনগুলিতে দুর্ভোগ আরও বাড়বে। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Related Articles