মাঝ আকাশে ঝড়-শিলাবৃষ্টি, ভাঙল বিমানের অংশ! অল্পের জন্য রক্ষা পেল তৃণমূলের প্রতিনিধি দল
turbulence visuals of the Indigo Delhi-Srinagar flight

Truth of Bengal: দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ইন্ডিগোর যে বিমানে তাঁরা যাচ্ছিলেন, সেটি হঠাৎ প্রবল ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে। শ্রীনগরের কাছাকাছি আসতেই শুরু হয় বড় বড় শিলার বৃষ্টি, যার আঘাতে বিমানের সামনের অংশ ভেঙে যায়।
Just saw some scary turbulence visuals of the Indigo Delhi-Srinagar flight and came across this pic tweeted by @sidhant , saw TMC RS MP Nadimul Haque, on checking realised their entire delegation headed to Poonch was indeed on the flight.
Glad to hear that all the passengers and… pic.twitter.com/sQASKyIyz5— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) May 21, 2025
ঘটনার পর পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিমানটিকে নিরাপদে নামানোর চেষ্টা চালাতে থাকেন। প্রায় আধঘণ্টার আতঙ্কের পর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিমানটি নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে।
Severe turbulence experienced aborad @IndiGo6E Delhi-Srinagar flight today. Plane’s nose got damaged, fliers panicked but everything remained under control and safe with passengers and the aircraft upon landing @ETNOWlive #aviation #avgeek pic.twitter.com/hpXt9ap5jX
— Sumit Chaturvedi (@joinsumit) May 21, 2025
বিমানে তৃণমূলের পাঁচ নেতা ছিলেন — মানস ভুঁইয়া, ডেরেক ও’ব্রায়েন, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক ও সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ বলেন, “আমরা যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলাম। ভাবতেই পারিনি বেঁচে ফিরব। এমন অভিজ্ঞতা জীবনে কখনও হয়নি।”
এই প্রতিনিধি দলটি গিয়েছে কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত। পাকিস্তানি গোলায় বহু ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে, প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের এই পাঁচ সদস্যের দল ২১ থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরি ঘুরে দেখবেন ক্ষতিগ্রস্ত এলাকা।
কাশ্মীরে পৌঁছে প্রতিনিধি দলটি বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। ওমর আবদুল্লা কাশ্মীরের মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ক ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার প্রতিনিধি দলটি শ্রীনগর থেকে পুঞ্চে রওনা দেবে। সেখানকার বাস্তব অবস্থা দেখে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবেন তাঁরা।