অ্যাকসেঞ্চারে সুখবর, ভারতে প্রোমোশন পাচ্ছেন ১৫,০০০ কর্মী
Good news at Accenture, 15,000 employees are receiving promotions in India.

Truth of Bengal: প্রযুক্তি ও পরামর্শদাতা প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার আগামী জুন মাসের মধ্যে ভারতে ১৫,০০০ কর্মীকে পদোন্নতি দিতে চলেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোট ৫০,০০০ কর্মী এই প্রোমোশনের আওতায় আসবেন।
এই পদোন্নতিগুলোর মধ্যে শুধু ভারতেই থাকছে ১৫,০০০ কর্মী। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে প্রায় ১১,০০০ কর্মী এবং আমেরিকা মহাদেশে ১০,০০০ কর্মীকে প্রোমোশন দেওয়া হবে।
এর আগে কোম্পানিটি সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে কর্মীদের পদোন্নতি দিত। তবে এই বছর জুনে তা স্থগিত করা হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়, পরামর্শ সেবার চাহিদা কমে যাওয়া, খরচ কমানোর চাপ, এবং মার্কিন সরকারের চুক্তিতে অতিরিক্ত নজরদারির কথা।
বিশ্বজুড়ে অ্যাকসেঞ্চারের প্রায় ৮ লাখ কর্মী রয়েছেন। এবারের পদোন্নতি মোট কর্মীবাহিনীর ৬ শতাংশকে অন্তর্ভুক্ত করছে। কিছু গুরুত্বপূর্ণ বিভাগে কর্মীদের মূল বেতন বাড়ানো হলেও বোনাস ও শেয়ারভিত্তিক সুবিধা ডিসেম্বরে দেওয়া হবে বলে জানা গেছে।
করোনা মহামারির সময় অ্যাকসেঞ্চার সহ বিভিন্ন বড় পরামর্শ সংস্থা প্রচুর কর্মী নিয়োগ করেছিল। কিন্তু বাজারে প্রবৃদ্ধির হার কমে যাওয়ায় অ্যাকসেঞ্চার ২০২৩ সালে প্রায় ১৯,০০০ কর্মী ছাঁটাই করেছে।
অভ্যন্তরীণভাবে কোম্পানি জানিয়েছে, তাদের লাভের হার কমেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশে অনিশ্চয়তা বেড়েছে। ফলে ভবিষ্যতের পরিকল্পনায় তারা আরও সতর্ক হচ্ছে। এমন অবস্থায় পদোন্নতির এই ঘোষণা কর্মীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা বয়ে আনছে।