রাজ্যের খবর

বাংলার বাড়ি প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন!

60 thousand crore taka allocated for Banglar Bari project, Chief Minister announces from North Bengal

Truth Of Bengal: বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণে রাজ্য সরকার তত্পর। এরমধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। যার ফলে কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও বাংলার সরকারের বাড়ি তৈরির কাজ গতি পেয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেন, গৃহহীন ও প্রকৃত প্রাপকদের সরকার দ্বিতীয় কিস্তির টাকা যথাসময়ে দেবে।

সেইমতো মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে বড়সড় ঘোষণা  করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আরও ৬০ হাজার টাকা পাবে গৃহহীন ও প্রকৃত প্রাপকরা।প্রথম কিস্তির টাকা আগেই পৌঁছে গেছে। মোট ১২লক্ষ পরিবারকে ১লক্ষ ১০হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। ডিসেম্বরে আরও ১৬ লাখ মানুষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাবে। ফলে দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে যে পৌঁছে যাবে তা এই ঘোষণার মধ্যে থেকে স্পষ্ট।

কেন্দ্রের বিজেপি সরকার বাড়ি তৈরির টাকা দিচ্ছে না। দীর্ঘ প্রায় ৪বছর কেটে গেলেও মানুষের মাথার ছাদ তৈরির টাকা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কেন্দ্র রাজনীতি করলেও আমরা-ওরার সংস্কৃতি বজায় রাখলেও বাংলার সরকার সবার মাথার ছাদ তৈরি করতে যে আন্তরিক তা মুখ্যমন্ত্রী আরও একবার যেন সেই বার্তাই পৌঁছে দিলেন।

ফলে রাজ্যের মানুষের বাড়ি তৈরির কাজ যে দ্রুততর হবে তা প্রশাসনের কর্তারা নিশ্চিত। রাজ্যের ১২লক্ষ মানুষকে বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তত্পরতা সামাজিক ও আর্থিক সুরক্ষা কর্মসূচি আরও তরান্বিত হবে বলে আশা অনেকের।এরপর  রাজ্য সরকার চায় আগামীদিনে আরও ১৬লক্ষ মানুষকেও এই বাংলার বাড়ির প্রকল্পের আওতায় আনতে। মোট ২৮লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার টার্গেট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles