‘বর্ডার ২’-তে নেই সুনীল শেট্টি, নিজের না থাকা নিয়ে কী বললেন অভিনেতা?
Suniel Shetty is not in 'Border 2', what did the actor say about his absence?

Truth Of Bengal: ‘বর্ডার’, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই মাল্টিস্টারার বলিউড ছবি নজর কেড়েছিল গোটা দেশবাসীর। ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। সেই স্মৃতি চাঙ্গা করেই ‘বর্ডার ২’ যে আসছে সেই ঘোষণা হয়েছে বহুদিন। এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির। ‘বর্ডার ২’ তে একগুচ্ছ বলিউড অভিনেতাকে দেখা যেতে চলেছে। দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জকে। এছাড়াও থাকছেন আহান শেট্টি। তবে ‘বর্ডার ২’ নেই অভিনেতা সুনীল শেট্টিকে। ‘বর্ডার’ এর সিকুয়েল নিজের না থাকা নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বর্ডার ২’ তাঁর না থাকা নিয়ে প্রশ্ন করা হলে সুনীল বলেন, ‘হ্যাঁ, খারাপ লেগেছে। তবে আবার ভালো লাগাও আছে, কারণ এই ছবিতে তাঁর ছেলে অভিনয় করছেন। তিনি বলেন, ‘যদি ভাইরোঁ সিং না থাকে, তাহলে অন্তত আহান তো আছে।’ সুনীল বলেছেন, ‘আমার সব পছন্দের অভিনেতা এই ছবির অংশ।’ সুনীল বলেন যে সানির সঙ্গে তাঁর রসায়ন বেশ ভালো। আর বরুণ আহানের দাদার মতোই ওঁর খেয়াল রাখছে।
সুনীল বলেছেন, ‘বরুণ এবং আহান একসঙ্গে যেন ম্যাজিকাল। বরুণ আহানের যথেষ্ট খেয়াল রাখছে। যখনই আহানের সঙ্গে বাড়িতে কথা হতো, তখন ও বলতো, বাবা, বরুণ খুব ভালো ছেলে, ওদের এমনই সম্পর্ক। সবার কাছে অনেক কাজ থাকে, কিন্তু আমরা একসঙ্গে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করছি।’ সব মিলিয়ে ছবিতে সুনীল নিজে না থাকলেও তাঁর ছেলে আহান ‘বর্ডার ২’-এর অংশ হওয়ায় খুশি অভিনেতা। ‘বর্ডার ২’ দেখার অপেক্ষায় রয়েছেন সুনীল শেট্টি।