রাজ্যের খবর

শিলিগুড়ি পুরনিগম নিয়ে নয়া ভাবনা, প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

New ideas for Siliguri Municipal Corporation, Chief Minister orders submission of proposal

Truth Of Bengal: শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এবং দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে যোগ দেন।‌ এই শিল্প সম্মেলনে মঞ্চ থেকে শিল্পপতিদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী, কোথাও কোন অসুবিধা হচ্ছে কি না। এরপরেই একে একে সমস্ত শিল্পপতিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে।

উত্তর দিনাজপুরের এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীকে জানান যে রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায় তখন টোল ট্যাক্স, জিএসটি, পুলিশ এর হয়রানিতে কস্টিং বেড়ে যাচ্ছে। যার কারণে শিল্পপতিদের কাছে চরম কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে। এই কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের। এখন তো একটাই ট্যাক্স আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম আমি নেব না। তবে একটা অনুরোধ করে দেখতে পারি। এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।‌ এর পাশাপাশি চা শিল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন দেখা গিয়েছে দার্জিলিং এর চা কে বদনাম করার জন্য বাইরে থেকে যা আসছে দার্জিলিং এর চা বলে যা বিশ্বের দরবারে নাম খারাপ হচ্ছে দার্জিলিংয়ের। বিষয়টি ইতিমধ্যে টিবোর্ড কে জানানো হয়েছে। এর পাশাপাশি বিষয়টি নিয়ে একটি টিমও গঠন করা হয়েছে। যা যা পদক্ষেপ করার সমস্তটাই করা হবে।

শিলিগুড়ি থেকে দিঘা সরাসরি পৌঁছানো যায় তার জন্য বেশ কয়েকটি বাস উদ্বোধন করা হবে। এবং চারটি আইটি পার্কের উদ্বোধন করা হয় যার মধ্যে দুটি‌ জলপাইগুড়ি জেলায় ও আলিপুরদুয়ার জেলায়।‌ তিনি আরও জানিয়েছেন উত্তরবঙ্গে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার তৈরি করা হবে যা আন্তর্জাতিক মানের হবে। ট্যুরিজমকে আরো বেশি করে সমস্ত জায়গায় গুরুত্ব দিতে হবে। অন্যদিকে মঞ্চ থেকে শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব বলেন, যেহেতু শহর শিলিগুড়ির জনসংখ্যা বাড়ছে এবং শিলিগুড়ির উপর চাপ বাড়ছে সেজন্য শিলিগুড়ির আশেপাশে থাকা কিছু এলাকা যদি শিলিগুড়ি পুরনিগের আওতায় আনা হয় তাহলে সুবিধা হবে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিষয়টি নিয়ে একটি প্রস্তাব রাজ্য সরকারকে দিতে বিষয়টি দেখা হবে। এরপর শিল্প সম্মেলন শেষ করে তিনি সড়ক পথ দিয়ে সোজা চলে যান উত্তর কন্যায়। জানা গিয়েছে উত্তর কন্যায় কন্যাশ্রীতে রাত্রি যাপন করবেন। আজ মঙ্গলবার ফুলবাড়ির ভিডিও কলে ময়দান থেকে সরকারি প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে বলা যায় এদিনের এই শিল্প সম্মেলনে প্রায় এক লক্ষ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Related Articles