খেলা

গ্রাসরুট লেভেল থেকেই ফুটবলার তুলে আনার পরামর্শ দিলেন সৌভিক

Souvik suggested bringing up footballers from the grassroots level

সুদীপ্ত ভট্টাচার্য: সোমবার মন্দারমনির পালকে যুক্ত হল একটি মুকুট। তবে তা পর্যটনের ক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও আমার ট্রি রিসর্টের যৌথ উদ্যোগে একটি স্পোর্টস মিউজিয়াম গড়ে উঠল সাগর পাড়ে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল দলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি নানা প্রশ্নের উত্তর দিলেন লাল হলুদের মিডফিল্ড জেনারেল।

প্রশ্ন: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এমন স্পোর্টস মিউজিয়াম এই প্রথম, সেই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতিটা যদি একটু বলেন।

সৌভিক: এক কথায় অসাধারন। সত্যিই মন্দারমনির মতো জায়গায় এমন একটা স্পোর্টস মিউজিয়াম গড়ে উঠল যা আগে স্বপ্নেও কল্পনা করা যেত না। আমি চাইব এই স্পোর্টস মিউজিয়াম যাতে ভবিষ্যতে আরও বড় হয়ে বাংলার আগামী প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমি কঠিন এই পরিকল্পনা বাস্তবায়িত করার যে উদ্যোগ সিএসজেসি ও আমার ট্রি কর্তৃপক্ষ নিয়েছেন তার জন্য তাঁদের অশেষ ধন্যবাদ জানাই।

প্রশ্ন: আইএসএলের আসরে একটা সময় আইএসএলের আসরে কিংবদন্তী ফুটবলার রোবার্তো কার্লোস, দেল পিয়রোরা এসেছিলেন। তাঁদের সঙ্গে এখনও আপনার ভাল যোগযোগ আছে। আগামী দিনে কি তাঁদের পরিহিত জার্সি দেখা যেতে পারে এই মিউজিয়ামে?

সৌভিক: দেখুন, আমি চেষ্টা করব তাঁদের খেলার জার্সি এই মিউজিয়ামে যাতে আনা যায়। আনতে পারলে তো অবশ্যই ভাল লাগবে। এবং তাঁদের জার্সি এই মিউজিয়ামের শোভা পেলে মিউজিয়ামের গুরুত্বও বাড়বে। দেখি তাঁদের সঙ্গে কথা বলে তাঁরা কি বলেন।

প্রশ্ন: বিগত বছরের ন্যায় গতবারও ব্যর্থ হল ইস্টবেঙ্গল। আগামী বছর কি সাফল্য ধরা দেবে লাল হলুদ তাঁবুতে।

সৌভিক: দেখুন বিগত বছরও আমরা সবাই আশাবাদী ছিলাম সাফল্য পাব বলে। কিন্তু যে কোনও কারণেই হোক সাফল্য আসেনি। এবারও তার ব্যতিক্রম হবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

প্রশ্ন: ইতিমধ্যে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে স্বাক্ষর করে দিয়েছেন মিগুয়েল। মাঝমাঠে এবার কি তাহলে শৌভিক ও মিগুয়েল ঝড় দেখা যাবে?

সৌভিক: আমি এই সমন্ধে কিছুই বলতে পারব না। কেননা আমি এখনও অবধি জানিই না । তবে আমি মনে করি যেই দলে আসুক না কেন ইস্টবেঙ্গল জার্সিতে সেই নিজের সেরাটা দেবেন বলেই আমার মনে হয়।

প্রশ্ন: আগামী মরসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোমার মূল লক্ষ্য কি?

সৌভিক: দেখুন, প্রতিবছরই আমার লক্ষ্য থাকে নিজের সেরাটা দেওয়ার। চলতি বছরেও তার ব্যতিক্রম হবে না। সে আমি যে দলের জার্সি গায়েই খেলি না কেন।

প্রশ্ন: এবারের কলকাতা লিগে পাঁচ জন্য ভূমিপুত্র খেলানোর পরিকল্পনা করেছে আইএফ। বাংলার ফুটবলের উন্নতির ক্ষেত্রে এটি কতটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়?

সৌভিক: দেখুন আমি এই বিষয়ে পুরোটা এখনো জানি না। তবে এইটুকু বলতে পারি, বাংলার ফুটবলের উন্নতির ক্ষেত্রে সব লিগগুলতে ভুমি পুত্রের সংখ্যা এইভাবে না বাড়িয়ে একবারে গ্রাসরুট লেভেলে নজর দিলে বরং ভাল হবে আগামী দিনের জন্য।

প্রশ্ন: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিতে চলেছে সুপার কাপের বদলে ফেডারেশন কাপ চালু করার। এটা কিভাবে দেখছেন?

সৌভিক: এটা হলে ভালোই হয়। কেননা যতই ফেডারেশন কাপের একটা আলাদা ঐতিহ্য আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

প্রশ্ন: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল ভাল খেলে সাফল্য পাচ্ছে। অথচ এই দলে একটা বাঙালি ফুটবলার নেই। এই ব্যাপারটা একজন সিনিয়র ফুটবলার হিসেবে আপনাকে দুঃখ দেয় না?

সৌভিক: প্রথমে আমার দেশ জিতলে একজন ফুটবলার এবং দেশের নাগরিক হিসেবে আমারও দারুণ আনন্দ হয়। পাশাপাশি বাঙালি ফুটবলার না থাকাটা অবশ্যই আমারও খারাপ লাগে। এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

Related Articles