খেলারাজ্যের খবর

ফুটবল ও ক্রিকেট দুই খেলাতেই জয় জয়কার ইস্টবেঙ্গলের

East Bengal wins in both football and cricket

Truth Of Bengal: লাল-হলুদের ছোটরা ও মহিলারা যেন অশ্বমেধের ঘোড়ার মত একের পর এক বাধা পার হয়ে চলেছে। কোনও কিছুই তাদের আটকাতে পারছে না। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। জামশেদপুরে আয়োজিত অনুর্ধ্ব-১৫ ফুটবল লিগে ফের বড় জয় পেল ফাল্গুনি দত্তের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের ছোটরা। হাড্ডাহাড্ডি ম্যাচে লাল-হলুদ ৬-৪ চার গোলের ব্যবধানে পরাজিত করল রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে।

এই ম্যাচেও লাল-হলুদ জার্সি গায়ে জ্বলে উঠল শিশির সরকার। দলের হয়ে চারটি গোল করেন বৈঁচিগ্রামের শিশির। বাকি দুটি গোল করে সুরজিৎ মান্ডি ও রমিত দাস।

অপর দিকে কন্যাশ্রী কাপেও নিজেদের জয়ের ধারা বজায় রাখল লাল-হলুদের প্রমীলা বাহিনী। নিজেদের ঘরের হাফডজন গোলে ইস্টবেঙ্গলের মহিলা দল পরাজিত করল পশ্চিমবঙ্গ পুলিশকে। লাল হলুদের হয়ে জোড়া গোল করেন পানদিমিত। বাকি গোল সন্ধ্যা, সুস্মিতা, সরিতা ও সুলঞ্জনা রাউলের।

ফুটবলের দুই বিভাগের পাশাপাশি ক্রিকেটেও জয় পেল লাল-হলুদ ব্রিগেড। সিএবি পরিচালিত মহিলা টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেটে জয় ইস্টবেঙ্গলের। লাল-হলুদের মহিলা ক্রিকেটাররা ২৭ রানে পরাজিত করল বড়িষা স্পোর্টিং ক্লাবকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইস্টবেঙ্গলের সংগ্রহ ১১৪ রান। লাল-হলুদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন প্রতিভা রানা। বল হাতে বড়িষার হয়ে তিন উইকেট দখল করেন মৈত্রী ভট্টাচার্য।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ৮৭ রানেই বান্ডিল হয়ে যায় বড়িষা। বল হাতে ইস্টবেঙ্লের হয়ে দুটি করে উইকেট দখল করেন অন্যান্যা হালদার ও প্রিয়ঙ্কা সরকার। প্লেয়ার অফ দ্য ম্যাচ-ও নির্বাচিত হন তিনি।

Related Articles