রাজ্যের খবর

গঙ্গাসাগরে পানীয় জলের দাবিতে বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের

Thunderstorms, including Kalbaisakhi and thunderstorms, are likely in various parts of the state, the Meteorological Office said.

Truth of Bengal:সৌরভ নস্কর, গঙ্গাসাগর:  দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রামে জল কষ্টে ভুগছে প্রায় ১০০ পরিবার। এই ১০০ টি পরিবারের ভরসা নলকূপ পানীয় জলের নলকূপ থেকে দীর্ঘদিন ধরে ঠিকঠাক জল পড়ে না। অন্যদিকে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বসানো হয়েছে রাজ্য সরকারের তরফে ট্যাপ কল। কিন্তু সেই ট্যাপকল থেকেও পড়ছে না জল।

স্বাভাবিকভাবেই বর্তমানের প্রচন্ড দাবদাহের পরিস্থিতির মধ্যেই ব্যাপক জল সংকটে ভুগছে গঙ্গাসাগর গ্রামের প্রায় ১০০টি পরিবারের সদস্যরা। এই ভয়ানক গরমে গ্রামের বহু পরিবারকে প্রতিনিয়ত পানীয় জল কিনতে হচ্ছে টাকা দিয়ে। নলকূপে জল না থাকা ব্যাহত হচ্ছে নিত্ত প্রয়োজনীয় কাজ। গ্রামবাসীদের দাবি বারবার অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি। বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বসানো হয়েছে ট্যাপ কল কিন্তু সেই ট্যাপকল থেকেও পড়ছে না জল।

অগত্যা কলসি হাতে নিয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।

Related Articles