কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জায়গায়, জানাল হাওয়া অফিস
Thunderstorms, including Kalbaisakhi and thunderstorms, are likely in various parts of the state, the Meteorological Office said.

Truth of Bengal: সময়ের পূর্বেই, ৫ দিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে । আজ বৃহস্পতিবার নিকোবরের পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।
বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে। কাল বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে। বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে কালবৈশাখীর সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া।
মালদা ও সংলগ্ন এলাকায় চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তাপ প্রবাহের আর সম্ভাবনা নেই। অতিভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।