গরমে নাজেহাল, জেনে নিন কোথায় হতে পারে বৃষ্টি?
Nazehal is suffering from heat, know where it might rain?

Truth of Bengal: গরমের দাপট পুড়ছে গোটা রাজ্যেই। শহর কলকাতায় আপাতত তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও প্রচন্ড গরমে অস্থির শহরবাসী। কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গে সকাল থেকেই রয়েছে অস্বস্তি। যদিও এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা।
গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে শহরের তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮-২৯ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর গরম বহাল থাকবে।
তবে মঙ্গলবার ভিজবে দক্ষিণবঙ্গ। বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার বৃষ্টি বাড়তে পারে। বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।