
Truth Of Bengal: ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। সোমবার বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, সোমবার সকালে এই ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ২৯.১২ ডিগ্রি উত্তর এবং ৬৭.২৬ ডিগ্রি পশ্চিম। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা, তবে, এদিনের ভূমিকম্পে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই।
গত কয়েক দিনে বেশ কয়েক বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। শুক্রবার বিকেল ৪টে নাগাদ খাইবার পাখতুয়ান অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ভূমিকম্প হয়। সে বারও কম্পনের মাত্রা ছিল ৪.২। এর আগে গত ৫ মে কেঁপে উঠেছিল পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের মাটি।
প্রথমে দুপুর সাড়ে ১২টা নাগাদ আফগানিস্তানে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর বিকেল ৪টে নাগাদ দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল এলাকা। তার আগে গত ৩০ এপ্রিল ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বলা বাহুল্য, বালুচিস্তান, খাইবার পাখতুয়ান এবং অধিকৃত গিলগিট-বালটিস্তানে ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। অন্য দিকে, পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ভারতীয় প্লেট। বছরের বিভিন্ন সময়ে টেকটনিক প্লেটের নড়াচড়া হয়েই চলেছে। আর তাতেই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান।