রাজ্যের খবর

নয়নজলিতে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি লরি, মৃত লড়ির চালক

Lorry loses control on national highway in Nayanjali, driver dies

Truth of Bengal: সোমবার ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি নয়নজলিতে পড়ে যায় একটি লরি। মৃত্যু হয় লরি চালকের। জখম হয় খালাসি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ব্যালাসরান মোড় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়।

পুলিশ সুত্রে জানা যায়, মৃত চালকের নাম অংকুর রায় (৩৯)। বাড়ি নদিয়ার হরিণঘাটা। জখম খালাসির নাম রামকৃষ্ণ কর্মকার। স্থানীয় সুত্রে জানা যায়, জঙ্গিপুরের দিক থেকে একটি লরি ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময়  মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ব্যালাসরান মোড় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায়। ঘটনার পর ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।

খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। গুরত্বর জখম হয় চালক ও খালাসি। পুলিশ চালক ও খালাসিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষনা করে। এছাড়া জখম খালাসি বর্তমানে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকা চাঞ্চল্যে ছড়ায়।

Related Articles