বুদ্ধ পূর্নিমার শুভ লগ্ন কালিয়াগঞ্জে দ্বারোদঘাটন হলো রামকৃষ্ণ পরমহংস দেবের নব নির্মিত মন্দিরের
The newly built temple of Ramakrishna Paramahamsa Dev was inaugurated in Kaliaganj on the auspicious occasion of Buddha Purnima.

Truth of Bengal: সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জঃ বুদ্ধ পূর্নিমার শুভ লগ্ন কালিয়াগঞ্জ পুরসভা সংলগ্ন রামকৃষ্ণ সরণীতে অবস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রামকৃষ্ণ পরমহংস দেবের নব নির্মিত মন্দিরের দ্বারোদঘাটন হলো। সোমবার সকালে বেলুরমঠ থেকে আগত স্বামী দিব্যানন্দজী মহারাজ ফলক উন্মোচন এবং ফিতা কেটে নব নির্মিত মন্দিরের দ্বারোদঘাটন করেন।
এদিন মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন যায়গা থেকে রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামীজিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ১১ ও ১২ ই মে দুই দিন ব্যাপী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার মন্দির উদ্বোধন পাশাপাশি স্বামী দিব্যানন্দজী মহারাজ উপস্থিতে ধর্মীয় সভার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণ। এদিন মন্দিরের দ্বারোঘাটন উপলক্ষ্যে প্রচুর ভক্তের সমাগাম হয়েছি মন্দির প্রাঙ্গনে।
অপরদিকে মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে রবিবার সকালে শতাধীক ভক্তদের দীক্ষা দান দেন স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং বিকেলে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় স্বামীজিদের সঙ্গে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, পুরপ্রধান রামনিবাস সাহা, উপ পুরপ্রধান ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার সহ প্রচুর ভক্তবৃন্দরা।