বিরাটের অবসরে আবেগঘন বার্তা জয় শাহ, গৌতমদের
Jay Shah, Gautam's emotional message on Virat's retirement

Truth Of Bengal: সোমবার সরকারিভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। কোহলির কাছ থেকে এইরকম বার্তা পেয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির চেয়্যারম্যান জয় শাহ জাতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর।
সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয় শাহ লেখেন, ‘বিরাট টেস্ট ক্রিকেটে জাতীয় দলের হয়ে তোমার অসামান্য অবদান রয়েছে। এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। শুধু টেস্ট ক্রিকেটই নয়, টি-টোয়েন্টিও তুমি সমান সফল। একজন সেরা ক্রিকেটার হতে গেলে যে যে গুণ থাকা দরকার, আপনার মধ্যে তার প্রতিটা গুণই ছিল।
লডর্সের মাঠে দেওয়া আপনার সেই জ্বালাময়ী বক্তৃতাই প্রমাণ করে দিয়েছিল আপনি যতদিন টেস্ট ক্রিকেট খেলেছেন, সেটা গর্বের সঙ্গে, মাথা উঁচু করে।’ সোশ্যাল মিডিয়ায় গৌতি বিরাটের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার আচরণ ছিল সিংহের মতো। তোমার এই অবসরের সিদ্ধান্তের পর থেকে তোমাকে আমরা খুব মিস করব গাল।’