গলল না বরফ, নিজের সিদ্ধান্তেই অনড় থেকেই লাল বলকে বিদায় কোহলির
The ice didn't melt, Kohli stubbornly decided to say goodbye to the red ball

Truth Of Bengal: না, বোর্ড কর্তাদের শত অনুরোধেও শেষ পর্যন্ত গলল না বরফ। নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন ভারতীয় ক্রিকেটের কিং কোহলি। মাত্র দিন দুয়েক আগেই বোর্ড কর্তাদের কাছে জানিয়েছিলেন, লাল বলের ক্রিকেট থেকে তিনি অবসর নিতে চান। তবে প্রথম দিকে নিজে এই খবর সোশ্যাল মিডিয়াতে না জানালেও, শেষ পর্যন্ত অবশ্য তাঁর অবসরের বার্তা দিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের বিরাট।
View this post on Instagram
অর্থ্যাৎ রোহিতের পর এবার সেই পথেই হাঁটলেন বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি। বিরাটের এই অবসরের সঙ্গে সঙ্গে শেষ হল ভারতীয় লাল বলের ক্রিকেটে ১৪ বছরের দীর্ঘ এক অধ্যায়। যে অধ্যায়ে নানা ঘটনায় মোড়া।
দিল্লি থেকে উত্থান হওয়া বিরাট জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন মোট ১২৩টি টেস্ট। যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধ্বশত রান। বিরাটের এই অবসরের পরে ভারতীয় দলে টেস্টে ক্রিকেটে যে আরও এক অধ্যায়ের সমাপতন ঘটল।
অবসরের বার্তা দিয়ে বিরাট সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দেখতে দেখতে দেশের জার্সি গায়ে আমার টেস্ট ক্যারিয়ার ১৪ বছর হয়ে গিয়েছে। কিন্তু যা ভেবে আমি সত্যিই খুব আনন্দিত। এক এক সময় ভাবি কিভাবে দীর্ঘ এই পথ অতিক্রম করলাম। আর ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে টেস্ট ম্যাচে অভিষেকের দিনটার কথা।’