ফের স্বমহিমায় অনুব্রত! বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতর উপস্থিতিতে বিশেষ সভা নলহাটিতে
Anubrata in his glory again! Special meeting in Nalhati with Anubrata's presence before the assembly elections

Truth of Bengal: সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচন এলেই বীরভূমের বেতাজ বাদশা তথা তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কার্যকলাপ আরোও বেড়ে যায়। কখনো জনসভা, কখনো আলোচনা সভা করেন কর্মীদের নিয়ে অনুব্রত মণ্ডল। সেইমত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ও এলাকায় উন্নয়ন নিয়ে আলোচনা করতে রবিবার বীরভূমের নলহাটিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হলো। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিধানসভার তৃণমূল নেতা কর্মীরা।
এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়,রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্যরা তৃণমূলের নেতা কর্মীরা। এই সভায় মূলত পরবর্তী বিধানসভা নির্বাচনের বিষয় আলোচনা করা হয়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নলহাটি,রামপুরহাট,মুরারই,হাসন, ময়ূরেশ্বর পাঁচটা বিধানসভার তৃনমূলের নেতা কর্মীরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশলও ঠিক করেন অনুব্রত এমনটাই জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ও এলাকায় উন্নয়ন নিয়ে আলোচনা করতে রবিবার বীরভূমের নলহাটিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।