দেশ

ছত্তীসগড়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি! ট্রেলার-ট্রাকের সংঘর্ষে ১৩ জন শিশু-নারী নিহত

Tragic outcome in Chhattisgarh road accident! 13 children and women killed in trailer-truck collision

Truth Of Bengal: ছত্তীসগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পরিণতি। প্রাণ হারিয়েছেন ১৩ জন, গুরুতর অবস্থায় রায়পুরের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১ জন। ঘটনাটি রবিবার গভীর রাতে ছত্তীসগড়ের রায়পুরে ঘটেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা জানিয়েছে, নিহত-আহত সকলেই নারী-শিশু।

নিহত-আহত শিশু-মহিলারা একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ট্রাকে চেপে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁও গ্রামের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত-আহতরা রায়পুর জেলার চাউতদ গ্রামের, সেখান থেকে তারা বাঁশরী গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন জেলা শাসক গৌরভ সিং। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও একটি গাড়ির ব্রেক ফেল হয়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটতে পারে। এও হতে পারে যে কোন গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিল। প্রাথমিক অনুমানে অনেক কিছু উঠে এলেও আসল কারণ কী তা স্পষ্ট নয়, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles