খেলা

ইংল্যান্ড সফরে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বুমরা!

Bumrah steps down as captain for England tour!

Truth of Bengal: মাত্র কয়দিন আগের ঘটনা। আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। তারপরই নতুন করে জল্পনা শুরু হয় আগামী ইংল্যান্ড সিরিজে ভারতের অধিনায়ক কে হবেন তাই নিয়ে। কেননা, তালিকায় থাকা বিরাটও নাকি সরে দাঁড়াচ্ছেন ভারতীয় দল থেকে। তাহলে তালিকায় থাকলেন একমাত্র বুমরা। কিন্তু সংবাদমাধ্যম সূত্রের খবর, টেস্টে জাতীয় দলের অধিনায়কের সেই দৌড় থেকে নিজেকে আপাতত সরিয়ে নিলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা।

উল্লেখ্য, বুমরা গত বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। তারপর থেকেই দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে বুমরাকে। আইপিএল-ও প্রথম দিকে তাঁকে দলে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তারপর মুম্বই দলের হয়ে আইপিএল-র মঞ্চে নিজেকে মেলে ধরলেও বুমরাকে বেশি পেসার দেওয়া যাবে না বলেই চিকিৎসকরা জানিয়েছেন। সেই কারণেই বুমরাকে অধিনায়ক করা নিয়ে চিন্তায় ছিলেন গৌতম গম্ভীর সহ অজিত আগরকাররা। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুমরা নিজেই বোর্ড কর্তাদের জানিয়েছেন তিনি অধিনায়কত্ব করতে চান না।

এর ফলে অনেকেই মনে করছেন বুমরা সরে দাঁড়ানোর ফলে অধিনায়কের দৌড়ে লড়াই শুরু হল শুভমন গিল ও ঋষভ পন্থের মধ্যে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন পন্থের থেকে শুভমন  অনেকটাই এগিয়ে। কেননা শুভমন আইপিএল-এ ছন্দে থাকার পাশাপাশি গুজরাট দলের অধিনায়কও করেছেন। অপর দিকে পন্থ অধিনায়কত্ব করলেও একেবারেই ছন্দে নেই। সেই কারণে শুভমনের পাল্লায় ভারী বলে মনে করছেন তাঁরা। এমনকি ইংল্যান্ড সফরেও দলে সুযোগ পেতে পারেন শার্দূল ঠাকুর।

Related Articles