অত্যাধুনিক ফিচার সহ ভারতে আসল Samsung Crystal Clear 4K UHD Smart TV
Original Samsung Crystal Clear 4K UHD Smart TV in India with cutting-edge features

Truth of Bengal: Samsung ভারতে তাদের অত্যাধুনিক প্রযুক্তির QLED ও Crystal Clear 4K UHD স্মার্ট টিভি সিরিজ আনল। QEF1 QLED ও UE সিরিজের অধীনে আসা Crystal UHD টিভিগুলোয় AI-পাওয়ার্ড স্মার্ট ফিচার, উন্নত দৃশ্যমান অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট রয়েছে।
এছাড়াও টিভিগুলোতে ৭ বছর পর্যন্ত OS আপডেট মিলবে। স্যামসাংয়ের এই নতুন টিভিগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়া-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। QEF1 QLED TV-এর দাম শুরু হয়েছে ৩৯,৯৯০ টাকা থেকে। Crystal UHD সিরিজের UE81 মডেলের দাম ৩১,৪৯০ টাকা, UE84 মডেলের দাম ৩২,৯৯০ এবং UE86 মডেলের দাম ৩৪,৪৯০।
স্যামসাং UE81, UE84 ও UE86 মডেলগুলো ৪৩ থেকে ৬৫ ইঞ্চির ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ক্রিস্টাল প্রসেসর 4K, HDR10+, মোশন অ্যাক্সেলেরেটর ও ফিল্মমেকার মোড আছে। এছাড়া টিভিগুলো Tizen অপারেটিং সিস্টেমে চলে, যার সঙ্গে থাকছে Bixby ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং স্যামসাং টিভি প্লাস ফিচার। এতে রয়েছে এইচডিএমআই (eARC), ইউএসবি, ওয়াই-ফাই ৫ ও ব্লুটুথ ৫.০।
এতে ইনবিল্ট Samsung Knox সিকিউরিটিও পাওয়া যাবে। এছাড়াও রয়েছে 4K QLED প্যানেল, HDR10+ সাপোর্ট, 4K আপস্কেলিং, মোশন অ্যাক্সেলেরেটর ও ফিল্মমেকার মোড। এগুলিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব Q4 AI প্রসেসর। সাউন্ডের জন্য পাওয়া যাবে ২০ ওয়াট স্পিকার, OTS Lite ও কিউ-সিমফোনি প্রযুক্তি।