মুর্শিদাবাদের সীমান্তে উদ্ধার রহস্যজনক ড্রোন, আতঙ্ক স্থানীয়দের
Mysterious drone found near Murshidabad border, locals panic

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার দুর্গাপুর-বরোজডিহি গ্রামে শনিবার রাতে এক রহস্যজনক ড্রোন উদ্ধার হয়েছে, যা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতেই কিছু যুবক মাঠের পাশে বসে গল্প করছিলেন।
তখন তারা দেখতে পান ভুট্টা খেতের পাশে একটি ড্রোন পড়ে রয়েছে। গ্রামবাসী পলাশ নামের এক ব্যক্তি ড্রোনটি দেখতে পেয়ে সেটি উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর, এটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়, এবং খবর পেয়ে পুলিশ, বিএসএফ ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গঙ্গা নদী এবং তারপর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা অবস্থিত। ওই স্থানটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি, এবং স্থানীয়দের ধারণা, ড্রোনটি সম্ভবত বাংলাদেশ থেকে উড়ে এসে ভারতের সীমান্তে চলে এসেছে। ড্রোনটি ফেরত নেওয়া সম্ভব হয়নি, কারণ এটি কন্ট্রোল হারিয়ে ফেলেছিল বলে মনে করা হচ্ছে।
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানান, রবিবার সকালে এক যুবক ড্রোনটি নিজের বলে দাবি করেছেন। সেই যুবকের ল্যাপটপ ও মোবাইল ফোনের যাবতীয় রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সদস্য আনসারুল হোসেন বলেন, ‘‘মুহূর্তের মধ্যে ড্রোন উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায় এবং বিএসএফকে। বিএসএফ ক্যাম্প থেকে কর্মকর্তারা এসে ড্রোনটি পরীক্ষা করে নিয়ে যান।’’
জানা গিয়েছে, ওই গ্রামটির খুব কাছেই বিএসএফ ক্যাম্প অবস্থিত, এবং ড্রোনটি যে স্থানে উদ্ধার হয়েছে, তা থেকে একদম নিকটেই সীমান্ত। তবে, কীভাবে এই ড্রোনটি এখানে এসে পৌঁছাল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অনেকেই মনে করছেন, এটি গোপনে সীমান্তে চালানো কোনও অনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহার হচ্ছিল।
এদিকে, মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপার অমিতকুমার সাউ জানিয়েছেন, “উদ্ধার হওয়া ড্রোনটি কোথা থেকে এসেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ড্রোনটি পরীক্ষার জন্য বিএসএফ নিয়ে গিয়েছে।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং স্থানীয়রা ড্রোনটির উদ্দেশ্য নিয়ে নানা অনুমান করতে শুরু করেছেন। পুলিশ ও বিএসএফ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং সম্ভবত এই ঘটনাটি বড় ধরনের কোনও সীমান্তবর্তী সমস্যার ইঙ্গিত হতে পারে, এমন ধারণা তৈরি হয়েছে।